সালাত ও সালাত সম্পর্কিত কতিপয় ভুল ধারনা-২

লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:১২:৪৩ দুপুর

(২) মুসল্লিরা জামায়াতে কোন অবস্থায় শামিল হবেঃ

জামায়াত যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে মুসল্লিরা কোন অবস্থায় জামায়াতে শরীক তা নিয়ে অনেকে থাকেন দ্বিধাদ্বন্দ্বে । অধিকাংশকে দেখা যায় ইমামের (কিরায়াত পাঠের জন্য) দাঁড়ানো কিংবা (তাশাহুদ পাঠের জন্য) বসার জন্য অপেক্ষা করতে ।



শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত নয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত অনেক ব্যক্তিকেও উক্ত দুই অবস্থার জন্য অপেক্ষা করতে দেখা যায় । এ জন্য তারা কাঁতারে দাঁড়িয়ে থাকেন কিন্তু জামায়াতে শামিল হন না ।

আমরা সুন্নাহ থেকে যেটা পাই তা হল মুসল্লী যে অবস্থায় জামায়াত পাবে সে অবস্থায় তাতে শামিল হবে । সেক্ষেত্রে রুকু পেলে ঐ রাকায়াত হিসেবে গণ্য হবে । আর রুকু না পেলে ঐ রাকায়াত হিসেবে গণ্য হবে না অর্থাৎ ঐ রাকায়াত আদায় করে নিতে হবে ।

মুয়াজ ইবন জাবাল (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নবী (সঃ) বলেছেন, তোমাদের কেউ সালাত আদায় করতে এসে ইমামকে কোন এক অবস্থায় পেল। ইমাম যেরূপ করে সেও যেন অনুরূপ করে (তাঁকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাঁর সাথে সালাতে শরীক হয়ে যাবে । (তিরমিযী-৫৯)

চলবে......

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360016
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৩৬
298654
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই ।
360030
২০ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩২
কুয়েত থেকে লিখেছেন : সুন্দর লেখেছেন লেখাটি ভালো লাগলো। তাজ মহলের সামনে নামাজের জায়গাতো দেখিনাই এবং তাজ মহল কোন মসজিও নয়। এই মহলে শুধূ ২টি কবর আছে আমি যা দেখেছি ১৯৮৯ সালে। ধন্যবাদ আপনাকে
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৩৯
298655
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।
360115
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : স্যরি পরে ভাল করে দেখে বুঝলাম, তাজমহল সামনে নয় পিছনে৷ আর আপত্তি নাই৷ উপরের কমেন্টটা মুছে দিয়েন৷ ধন্যবাদ৷
360157
২২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জ্বি আপনার কথাই সঠিক, এটাই নামাযের নিয়ম।
ধন্যবাদ আপনাকে অনেক দিন পর অনলাইনে দেখা দেওয়ার জন্য।
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৪১
298656
ফুটন্ত গোলাপ লিখেছেন : পরীক্ষা কেন্দ্রিক ব্যস্ততার কারনে অনেকদিন অন লাইনের বাহিরে ছিলাম । দোয়া করবেন যাতে আপনাদের সাথেই থাকতে পারি ।
360177
২২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১৫
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
360398
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৪১
ফুটন্ত গোলাপ লিখেছেন : শুকরান
361208
০৩ মার্চ ২০১৬ সকাল ১১:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : ফুটন্ত গোলাপ! আহ কি সুরভি!
361463
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ থাকল
362902
১৯ মার্চ ২০১৬ দুপুর ০২:২০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
১০
364687
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ!ভাল পোস্ট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File