বন্ধ হোক মোসাহেব সংস্কৃতি
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ১৪ নভেম্বর, ২০১৫, ১১:০৭:০৮ রাত
আমাদের সমাজ়ে অন্য অনেক গুণের লোকের অভাব হলেও দুই শ্রেণীর লোকের অভাব সম্ভবত অনেক কম । তারা হলো সাহেব এবং মোসাহেব । কাজী নজরুল খুব সুন্দরভাবে এদের চিত্রাংকন করেছেন ।
সাহেব কহেন,'চমৎকার! সে চমৎকার!'
মোসাহেব বলে,'চমৎকার সে হতেই হবে যে।'
হুজুরের মতে অমত কার?
আমরা মোসাহেবদের একটু অন্য দৃষ্টিতে দেখলেও সাহেবদের ঠিকই শ্রদ্ধা এবং অনুকরনীয় দৃষ্টিতেই দেখি । কিন্তু এই মোসাহেব তৈরীর জন্য সাহেবদের ভুমিকা কোন অংশে কম কিসে ?? এই সাহেবদের কারনেই জ্বী হুজুরে ভরে গেছে সর্বত্র । কি অফিস, কি আদালত,কি শিক্ষা প্রতিষ্ঠান, কি রাজনীতি, সর্বত্রই আজ তাদের জয়োধ্বনি । হরপ্রসাদ শাস্ত্রী ঠিকই বলেছিলেন,
''যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা কোশলের অসাধ্য তাহা কেবল একমাত্র তৈল দ্বারাই সিদ্ধ হইতে পারে ।''
তাই যে তেল দিতে পারে তার বিদ্যা না থাকলেও সে প্রফেসর হতে পারে, আহম্মক হলেও ম্যাজিষ্ট্রেট হতে পারে, সাহস না থাকলেও সেনাপতি হতে পারে এবং যোগ্যতা না থাকলেও মন্ত্রী হতে পারে ।
যতদিন পর্যন্ত এসব তোষামোদীদের হাত থেকে নেতা-নেত্রীরা বের হতে না পারবেন ততদিন পর্যন্ত কোন সমস্যার সমাধান সম্ভব নয় । কারন তারা যতই যোগ্য, দক্ষ আর দেশপ্রেমী হন না কেন তাদের পক্ষে সুষ্ঠুভাবে কোন কিছু পরিচালনা করা সম্ভব নয় । চাই তা হোক কোন দেশ, প্রতিষ্ঠান বা সংগঠন । তাই বন্ধ হোক মোসাহেব সংস্কৃতি ।
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন