রক্ত চাইনা,চাই শান্তি
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৪ নভেম্বর, ২০১৫, ১০:৫১:০৫ রাত
রক্ত চাইনা,চাই শান্তি
পারভীন সুলতানা
তোমরা শুনতে পাচ্ছ কি অস্ত্রের ঝনঝনানি?
তোদের কানে তালা লেগেছে,তাই শুনতে পাসনি।
আকাশে বাতাসে তাজা রক্তের ঘ্রান ভেসে ভেড়াচ্ছে,
মোর উদ্ভ্রান্ত মন বিষণ্ণতার কালো মেঘে ভরে যাচ্ছে।।
নির্বিচারে বোমারু বিমান টনে টনে বিস্পোরক ফেলছে,
নিরাপরাধ শিশু,নারী আর পুরুষদের বুক ঝাঝরা করছে।
শয়তানরা প্যালাস্টাইন প্যারিসে রক্তের হলিখেলায় নেমেছে,
খোলা আকাশের নীচে ফিলিস্থীনের নারী শিশুরা নিরবে কাঁদছে।
ঐ দেখ,শহীদদের কফিন ঘিরে স্বজনরা আর্তনাদ করছে,
খ্রীস্টান ইয়াহুদিরা সব দোষ মুসলমানদের ঘাড়ে ফেলছে।
হে ঘুমন্ত মুসলমানরা!কত রক্ত ঝরলে তোদের ঘুম ভাঙ্গবে,
কাল বিচারের কাঠগড়ায় মুজলুমরা অভিযোগ পেশ করবে।।
হে প্রভু!বাংলাদেশ সহ সকল মুসলিম দেশকে রক্ষা করো,
কাফেরদের যড়যন্ত্রে মুকাবিলায় মুসলমানদের রক্ষা করো।
হে রহমান!রক্ত চাইনা,চাই শান্তির এক মসৃণ স্বর্নালী জনপদ,
মুসলিম ভাই ভাই সাম্যমৈত্রীতে হবে মোদের জান্নাতী বসত।।
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আ মী ন
মন্তব্য করতে লগইন করুন