ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উচিৎ জবাব আব্দুল্লাহর
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ১৭ অক্টোবর, ২০১৬, ০১:০৪:৩১ রাত
আব্দুল্লাহ, সবে মাত্র কলেজ় লেভেলের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা বাড়িয়েছে । না, সে কলেজের কোন স্টুডেন্ট ছিল না, ছিল মাদরাসা থেকে পড়া একজন তরুন । যাদেরকে আমাদের সমাজে দেখা হয় অযোগ্য হিসেবে ।
তারা ইংরেজীতে ততটা দক্ষ নয়, এই অযুহাতে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিষয়ে তাদের ভর্তির অযোগ্য ঘোষনা করা হয়েছে । এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়েও ইংরেজী বিভাগে ভর্তি হতে পারে না কোন মাদরাসার ছাত্র । এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র ইংরেজী বিভাগে ভর্তি হলে তাদেরকে পরে অন্য বিষয় নিতে বাধ্য করা হয় ।
ঠিক একই বিষয় ঘটেছিল গত বছর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বি্ভাগে । সেখানে কিছু ছাত্র ভর্তি হয়েছিল যাদের এসএসসি লেভেল ছিল মাদরাসা থেকে পাস করা । তাই পরে তাদেরকে অন্যত্র ট্রান্সফার করা হয় ।
এভাবে মাদরাসার ছাত্ররা বঞ্চিত হলেও তাদের জবাব ছিল নিরবে । বিগত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তারা প্রথম স্থান লাভ করে চপেটাঘাত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মসৃন বদনে । তারা বুঝিয়ে দিয়েছে কতটা অন্ধ, লজ্জা ও বিবেকহীন হলে এহেন সিদ্ধান্ত নেয়া যায় ।
এবার আরো একধাপ এগিয়ে বেদনার আগুনে যেন ঘি ঢেলে দিল আব্দুল্লাহ । ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার পরেও "আরবী সাহিত্য" নিয়ে বুঝিয়ে দিল সে মাদরাসার ছাত্র । তোমাদের কন্ডিশন থাকলেই সাবজেক্ট দামি হয় না, তার চেয়ে আমরাই দামি । আফসোস তোমাদের জন্য জাতির সেরা সন্তানকে তোমরা গ্রহন করতে পারনি ।
তাই তোমাদের দিকে চাহিয়ে শুধু এই কথাটিই বলতে হয় এখন থেকে তোমরা নয়, হয়তো এই আব্দুল্লাহরাই সিদ্ধান্ত নেবে তারা কোন বিষয়ে পড়বে । তোমাদের হয়তো তাকিয়ে দেখা ছাড়া কোন উপায় থাকবে না।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল হামদু লিল্লাহ, মাদ্রাসার ছাএরা মেধাবী।
এবার বলেন দেখি এই ভিডিও মুল বক্তা কোথায় পড়েছে?
ধন্যবাদ আপনাকে
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন