প্যারেডী গান-১
লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ১৭ অক্টোবর, ২০১৬, ০৯:০১:০৯ সকাল
আমি প্রতিদিন কুরঅান প্রচার করি
কুরআনের সমাজ গড়ার আশায়
কুরআনের সমাজ নেই তাই জিহাদের গান গাই
ঘুম আসেনা চোখে সেই চিন্তায়।।
.
আমি প্রতিদিন দাওয়াতি কাজ করি
ইসলামী রাষ্ট্র গড়ার আশায়
ইসলামী রাষ্ট্র নেই তাই আন্দোলনের গান গাই
ঘুম আসে না চোখে সেই চিন্তায়।।
.
কিযে ব্যাথা আমার দীলে
মারছে মুসলিম তিলে তিলে
কিযে ব্যাথা আমার বুকে
মরছে মুসলিম ধুকে ধুকে।।
প্রতিবাদ করার মতো কেউযে নাই। ঐ
.
কুরঅান হাদিস বুঝে পড়ো
সেই আলোকে জিবন গড়ো
বিশ্ব মুসলিম ঐক্য গড়ো
আন্দোলনে ঝাপিয়ে পড়ো।।
এছাড়া বিকল্প পথ যে নাই। ঐ
.
কুরআনের সমাজ কায়েম হলে
সুখ শান্তি আসবে চলে
ইসলামী রাষ্ট্র কায়েম হলে
ন্যায় ইনসাফ আসবে চলে।।
শান্তির প্লাবন বয়ে যাবে এই যে ধরায়। ঐ
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরামর্শ হলো লেখার হাত ভালো, তাহলে মৌলিক গান লিখুন, তাতে ইসলামী সাংস্কৃতিক অঙ্গন অনেক উপকৃত হব। ধন্যবাদ
পড়া ও সুন্দর পরামর্শ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পড়া ও সুন্দর পরামর্শ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন