প্যারেডী গান-১

লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ১৭ অক্টোবর, ২০১৬, ০৯:০১:০৯ সকাল

আমি প্রতিদিন কুরঅান প্রচার করি

কুরআনের সমাজ গড়ার আশায়

কুরআনের সমাজ নেই তাই জিহাদের গান গাই

ঘুম আসেনা চোখে সেই চিন্তায়।।

.

আমি প্রতিদিন দাওয়াতি কাজ করি

ইসলামী রাষ্ট্র গড়ার আশায়

ইসলামী রাষ্ট্র নেই তাই আন্দোলনের গান গাই

ঘুম আসে না চোখে সেই চিন্তায়।।

.

কিযে ব্যাথা আমার দীলে

মারছে মুসলিম তিলে তিলে

কিযে ব্যাথা আমার বুকে

মরছে মুসলিম ধুকে ধুকে।।

প্রতিবাদ করার মতো কেউযে নাই। ঐ

.

কুরঅান হাদিস বুঝে পড়ো

সেই আলোকে জিবন গড়ো

বিশ্ব মুসলিম ঐক্য গড়ো

আন্দোলনে ঝাপিয়ে পড়ো।।

এছাড়া বিকল্প পথ যে নাই। ঐ

.

কুরআনের সমাজ কায়েম হলে

সুখ শান্তি আসবে চলে

ইসলামী রাষ্ট্র কায়েম হলে

ন্যায় ইনসাফ আসবে চলে।।

শান্তির প্লাবন বয়ে যাবে এই যে ধরায়। ঐ

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378774
১৭ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:০৭
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ/ পিলাচ
378798
১৮ অক্টোবর ২০১৬ রাত ০৪:৫৬
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ
378800
১৮ অক্টোবর ২০১৬ দুপুর ১২:৩১
ফখরুল লিখেছেন : প্যারোডি গান সব সময় ব্যজ্ঞ-বিদ্রোপ, হাসিতামাশার সাথে খুব ভালো যায়।
পরামর্শ হলো লেখার হাত ভালো, তাহলে মৌলিক গান লিখুন, তাতে ইসলামী সাংস্কৃতিক অঙ্গন অনেক উপকৃত হব। ধন্যবাদ Love Struck Love Struck Love Struck Love Struck
১৯ অক্টোবর ২০১৬ সকাল ০৫:০০
313763
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আজো প্রতিরাত জেগে থাকি তোমার আশায় এই গানটির সুরে রচিত শুধু গানের কথাগুলো ইসলামী করা হয়েছে।
পড়া ও সুন্দর পরামর্শ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৯ অক্টোবর ২০১৬ সকাল ০৫:০০
313764
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আজো প্রতিরাত জেগে থাকি তোমার আশায় এই গানটির সুরে রচিত শুধু গানের কথাগুলো ইসলামী করা হয়েছে।
পড়া ও সুন্দর পরামর্শ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File