আল্লাহর সাথে ব্যবসায়ে লোকসানের কোনো সম্ভাবনা নেই

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৩:৫৭ রাত



মদীনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতীম ছেলের একটি বাগান ছিল। তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবু লুবাবা নামের এক লোক। সেই ইয়াতীম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল, প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে। ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইলো যাতে প্রাচীরটি সোজা হয়। কিন্তু প্রতিবেশী আবু লুবাবা কোনভাবেই রাজী হচ্ছিল না।

কোন উপায় না পেয়ে সেই ইয়াতীম রাসুলুল্লাহ্ ﷺ এর কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বললো। আল্লাহর রাসুল ﷺ ডেকে পাঠালেন আবু লুবাবাকে। সে মসজিদে নববীতে আসলে নবী করীম ﷺ সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও ইয়াতীম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন।

আবু লুবাবা যথারীতি রাজী হলো না। রাসুলুল্লাহ্ ﷺ এক পর্যায়ে তাকে বললেন, "তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব।"

বিস্ময়কর হলেও আবু লুবাবা তারপরেও সেই খেজুর গাছ দিতে রাজী হলো না। রাসুলুল্লাহ্ ﷺ এই পর্যায়ে চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশী তিনি ﷺ তাকে আর কী বলতে পারেন!

উপস্থিত সাহাবীদের মধ্যে সাবিত (রাঃ)ও ছিলেন। তিনি আবু দাহদাহ নামে পরিচিত ছিলেন। মদীনায় তাঁর খুব সুন্দর একটি বাগান ছিল। প্রায় ৬০০ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে। মদীনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহদাহ (রাঃ) এর বাগানটি সুপরিচিত ছিল। তিনি স্বপরিবারে সেখানে বসবাসও করতেন।

আবু দাহদাহ (রাঃ) হঠাৎ রাসুলুল্লাহ্ ﷺ -এর কাছে গিয়ে বললেন, 'হে আল্লাহ্'র রাসুল ﷺ ! আমি যদি আবু লুবাবার কাছ থেকে ঐ খেজুর গাছটি কিনে এই ইয়াতীমকে দিয়ে দেই, তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবো?' রাসুলুল্লাহ্ ﷺ বললেন, "হ্যাঁ, তোমার জন্যও জান্নাতে খেজুর গাছ থাকবে।" আবু দাহদাহ (রাঃ) সাথে সাথে আবু লুবাবাকে বললেন, 'আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন।'

আবু লুবাবা 'দুনিয়াবী' এই বিনিময় বিশ্বাস করতে পারছিল না! হুঁশ ফিরলেই সে বলল, 'হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম। বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম।'

হযরত আবু দাহদাহ (রাঃ) সেই মূহুর্তেই খেজুর গাছটি ইয়াতীম ছেলেটিকে উপহার হিসাবে দিয়ে দিলেন। তারপর রাসুলুল্লাহ্ ﷺ এর দিকে তাকিয়ে বললেন, 'হে রাসুলুল্লাহ্ ﷺ ! এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম'? রাসুলুল্লাহ্ ﷺ বললেন, "আবু দাহদাহ'র জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে।"

বর্ণনাকারী হযরত আনাস (রাঃ) বলেন, এ কথাটি রাসুলুল্লাহ্ ﷺ এক, দুই বা তিনবার বলেননি; বরং খুশী হয়ে বারবার বলেছেন।

শেষে আবু দাহদাহ (রাঃ) সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয়া সেই বাগানে ফিরে গেলেন। বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি, 'হে উম্মে দাহদাহ! বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো। আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি'। তাঁর স্ত্রী বললেন, 'আপনি কার কাছে এটি বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে?'

আবু দাহদাহ (রাঃ) বললেন, 'আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি'। তাঁর স্ত্রী বললেন, 'আল্লাহু আকবার! হে আবু দাহদাহ! আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন'।

[মুসনাদে আহমাদ, হাদীস ১২৫০৪; ইবনে হীব্বান, হাদীস ৭১৫৯; আস-সিলসিলা সাহীহাহ, হাদীস ২৯৬৪; মুস্তাদরাকে হাকীম, হাদীস ২১৯৪]

ইসলামকে যারা এভাবে বুঝেছিলেন তাদের কথা চিন্তা করে আমরাও যেন এভাবেই ইসলাম বুঝি। যখনই কোনো বিষয়ে কুরআন-সুন্নাহর ফায়সালা চলে আসবে,তখনই যেন কালক্ষেপন না করে সেদিকে ধাবিত হই এবং সে সংক্রান্ত বিষয়ে বিপরীতধর্মী সকল মতবাদ প্রত্যাখ্যান করি!! আল্লাহ আমাদেরকে ডেডিকেটেড মুসলিম হিসেবে কবুল করুন !!!

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352972
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৩৬
সাদাচোখে লিখেছেন : আল্লাহু আকবর। কি চমৎকার একটি আহ্বান -

ইসলামকে যারা এভাবে বুঝেছিলেন তাদের কথা চিন্তা করে আমরাও যেন এভাবেই ইসলাম বুঝি। যখনই কোনো বিষয়ে কুরআন-সুন্নাহর ফায়সালা চলে আসবে,তখনই যেন কালক্ষেপন না করে সেদিকে ধাবিত হই এবং সে সংক্রান্ত বিষয়ে বিপরীতধর্মী সকল মতবাদ প্রত্যাখ্যান করি!! আল্লাহ আমাদেরকে ডেডিকেটেড মুসলিম হিসেবে কবুল করুন !!!

জাজাক আল্লাহ খায়ের।

আসসালামুআলাইকুম।
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৯
293155
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম Happy আপনাকে আল্লাহ সম্মানিত করুন !
352985
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:০৬
নেহায়েৎ লিখেছেন : এই হাদীসটি পড়ে কেন জানি বার বার আমার চোখ ভিজে গেল। জাঝাকাল্লাহু খাইরান।
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০১
293156
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। সাহারারা(রাঃ)দেখিয়ে গেছেন কিভাবে কুরআন সুন্নাহর মর্যাদা দিতে হয়। তারা ছিলেন কুরআনের এই আয়াতের অনুরূপ---শুনলাম এবং মেনে নিলাম
353007
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৮
মেঘবালক লিখেছেন : আল্লাহু আকবার!! যেমন তরবারী তেমনই ঢাল।
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০১
293157
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
353009
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমি ব্যক্তিগতভাবে এমন মানুষকে দেখেছি যিনি তাঁর সংসার নির্বাহের একমাত্র সম্বল রিক্সাটি বা দুধেল গাভীটি দান করেছেন ইসলামী আন্দোলনের জন্য-
এখনো এমন মানুষেরা আছেন বলেই হয়তো আমাদের অনেক বড় বড় অপরাধের শাস্তি বিলম্বিত বা মাফ করে দেয়া হয়!!
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০২
293158
দ্য স্লেভ লিখেছেন : জি এই ব্যাপারে যতটুকু মনে পড়ছে হাদীস আছে। তাদের মত লোকের জন্যে আমাদের মত গাফেলদের উপর আযাব আসেনা।
353017
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সূরা তওবা আয়াত ১১১,.... পিলাচ পিলাচ পিলাচ অনেক ধন্যবাদ ভাই। Rose Rose Rose
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০২
293159
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান ভাই
353032
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ সুন্দর হাদিস টি শিক্ষা দেওয়ার জন্য।
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৩
293160
দ্য স্লেভ লিখেছেন : আমিন ! জাজাকাল্লাহ খায়রান
353043
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৬
সন্ধাতারা লিখেছেন : Salam, Mashallah wonderful touchy writing my little brother. Jajakallahu khair
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৪
293162
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান জনাবা সিস্টার ইন হ্যাভেন এন্ড আর্থ...উইথ গরুর গোস্ত এন্ড ইলিশ মাছ ভাজি...Happy
353104
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১২
শেখের পোলা লিখেছেন : ভাতিজা,কাজের কাজ হয়েছে৷ এমন লেখাই লাভজনক হতে পারে৷ ধন্যবাদ৷
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৫
293164
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান চাচাভাই....আল্লাহ আপনাকে জান্নাতের ভেতর ছুড়ে মারুক.....টাসকি খেয়ে চিৎ হয়ে পড়েন সেখানে....Rolling on the Floor Rolling on the Floor
353902
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।

প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫০
293937
দ্য স্লেভ লিখেছেন : হ্যা আমি তো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করেন
১০
354056
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৪
আফরা লিখেছেন : উৎসাহমূলক ঘটনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।äöপå ärligt ।
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫০
293936
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File