নেতা প্রশংসা

লিখেছেন লিখেছেন দুরন্ত ঘোড়া ০৭ ডিসেম্বর, ২০১৫, ০১:১৬:০৫ রাত

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব গুণে মুগ্ধ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শোয়েব মালিক। বিপিএলে বাংলাদেশ অধিনায়কের নেতৃত্বে খেলতে পারাকে বড় পাওয়া মানছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।

এবার বিপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন মালিক। দুটিতেই জিতেছে কুমিল্লা। দুই ম্যাচেই মাশরাফির নেতৃত্ব ছিল তুমুল প্রশংসিত। সবশেষ ম্যাচে ২১ বলে ৩৪ রানের অপরাজিত এক ইনিংসে কুমিল্লার জয়ের নায়ক ছিলেন মালিক।

রোববার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। অধিনায়ক মাশরাফির প্রসঙ্গ উঠতেই যেন কেড়ে নিলেন প্রশ্নকর্তার মুখের কথা।

“মাশরাফিকে নিয়ে আমার বলে বোঝানোর কিছু নেই। গত এক বছরের বাংলাদেশের পারফরম্যান্সই ওর হয়ে উত্তরটা বলে দিচ্ছে! সে অসাধারণ এক নেতা। সবাইকেই দারুণ সাহায্য করে, পাশে থাকে। বিশেষ করে তরুণদের সবসময়ই সাহায্য করে।”

বাংলাদেশ অধিনায়ককে নিজেদের অধিনায়ক হিসেবে পাওয়াকে সৌভাগ্য মানছেন ৫৬টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার।

“আমরা খুবই ভাগ্যবান যে বাংলাদেশ দলের অধিনায়কই আমাদের অধিনায়ক। মাশরাফিকে অধিনায়ক হিসেবে পাওয়ার বাড়তি একটা সুবিধা আমাদের আছেই। সেটাই এই টুর্নামেন্টে দেখা যাচ্ছে। পয়েন্ট তালিকায় আমরা যেখানে আছি, সেটাই বলে দিচ্ছে ওর নেতৃত্বের কথা।”

বিষয়: বিবিধ

৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File