কথা প্রকাশ করার ধাপ

লিখেছেন লিখেছেন দুরন্ত ঘোড়া ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৭:৫০ রাত

অনেকেই মনের কথা প্রকাশ করতে পারে না।অনেকেই প্রকাশ করে বেশ সাছ্যন্দ ভাবেই।আবার অনেকেই প্রকাশ করতে গিয়ে আন ইজি অনুভব করে।তবে যারা বিচক্ষন তারা খুব ভাল ভাবে নিজের মনের কথা গুলি প্রকাশ করে।।।তবে মনের কথা বলা সাস্থের জন্যে উপকারিতা বয়ে আনে।কারন মনের কথা বলার পর নিজের কাছে মানসিক ভাবে খুব সস্তিদায়ক মনে হয়।এটি শারিরিক সুপল বয়ে আনে।।আর এই মনের কথা প্রকাশ করার আগে আপনি ও জিজ্ঞেস করতে পারেন তার সম্পকে আর এভাবে সহজ হয়ে উঠে প্রকাশ করা

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355707
৩০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:১৯
ফুটন্ত গোলাপ লিখেছেন : মনের কথা প্রকাশের প্রথম ধাপে স্বাগতম । মনে হচ্ছে দুরন্ত ঘোড়া তার নামের মর্যাদা রাখতে পারবে । শুরুটাই তার প্রমান । তাই নিয়মিত লেখা পাওয়ার আশা তাই করতেই পারি ।
355955
০১ জানুয়ারি ২০১৬ রাত ১১:০৭
দুরন্ত ঘোড়া লিখেছেন : প্রথম মন্তুব্য করে আপনি আমার আশাটিকে অনেক উচুতে নিয়ে গিয়েছেন।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্যে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File