এ দেশে ১৫ই আগস্ট ঘটতেই থাকবে
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ২৩ আগস্ট, ২০১৫, ০৪:১৭:৪৪ রাত
গত কিছু দিন আগে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনগুলো ঘটা করে শোক দিবস পালন করলো । কারনটা সবার জানা, ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একদল আর্মি অফিসারের হাতে স্বপরিবারে নিহত হন । তাই এ সরকার ক্ষমতায় আসার পর এ দিনটাকে জাতীয় শোক দিবস ঘোষনা করে । আর প্রতি বছর এই মাসজুড়েই তারা বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে থাকেন এবং এ মহান নেতার সকল হত্যাকারীদের ফাঁসী কার্যকরের জোড়ালো দাবী পেশ করতে থাকেন । এবারও তার ব্যতিক্রম নয় ।
১৯৬৯ সালের ঠিক এদিনেই ইসলামি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে কথা বলার কারনে প্রতিপক্ষের আঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মেধাবী ছাত্র এবং ছাত্র সংঘের নেতা আব্দুল মালেক ।
বিচার বহির্ভুত যে কোন হত্যাকান্ডের আমি বিরোধী ।তাই আমি সকল ধরনের হত্যাকান্ডের বিচার চাই । কিন্তু যখন দেখি যারা শেখ সাহেবের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সরব তারাই একই তারিখে মৃত্যু বরনকারী মালেকের হত্যাকারীদের আশ্রয় ও প্রশ্রয় দাতা , তখন নিজেকে বিশ্বাস করাতে সত্যিই কষ্ট হয় । এটা কি শুধু আমাদের দেশেই সম্ভব !!!!
আবার গত ১৩ই আগস্ট এদেশের সর্বোচ্চ আদালত, আদালত অবমাননার দায়ে একটি জাতীয় পত্রিকার সম্পাদককে কয়েক ঘন্টার শাস্তি প্রদান করেন । কিন্তু কয়েক বছর আগে একই অভিযোগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের সাজা প্রদান করা হয় ।বড়ই হাস্যকর ব্যাপার !! এই হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা ।
৯ ডিসেম্বর,২০১২ তৎকালীন বিরোধী দল বিএনপির অবরোধ চলাকালে রাজধানীতে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের আঘাতে বিশ্বজিৎ দাস নামে একজন নিহত হয় । কিন্তু ঠিক একই দিন সিরাজঞ্জে পঞ্চাশোর্ধ একজন বৃদ্ধ একই দলের সন্ত্রাসীদের আঘাতে মৃত্যু বরন করেন । কিন্তু আমাদের মিডিয়া, সুশীল সমাজ, মানবতাবাদীরা একজনকেই কেবল মানুষ মনে করলেন । তাই তো তাদের মনুষ্যত্ববোধ ফুটিয়ে তুলতে ক্ষমতাসীন সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি প্রাদানে বাধ্য করলেন ।
যে দেশে এমন পক্ষপাত দুষ্ট রাজনীতিবিদ থাকে, যে দেশের সুশীল সমাজ, মিডিয়া ও বিচার বিভাগ এমন একচক্ষু বিশিষ্ট হয় সে দেশে ১৫ই আগস্ট ঘটতেই থাকবে ।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয় তো আমরাও আল্লাহ পথ হতে সরে গিয়েছিলাম আর সেজন্যই এই সরকারকে আজাব হিসেবে আল্লাহ আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছেন।
মন্তব্য করতে লগইন করুন