Good Luck Rose Love Struck " CBF " জিন্দাবাদ Good Luck Rose Love Struck

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ আগস্ট, ২০১৫, ০২:২০:৪৬ রাত



ছবি ফেসবুকে এক ভাইয়ের পোস্ট থেকে নেওয়া

CBF চলচে চলবে

আপন গতিতে ।

সকল বাধা বিপত্তি পেরিয়ে

যাবেই যাবে কাঙ্কিত লক্ষে ।

CBF নয় কোনো রাজনৈতিক দল ,

লিখালিখি CBF এর বল ।

সাথে আছে শত শত কলম সৈনিক ,

লিখে যাচ্ছে দেশ থেকে দূর প্রবাসে দৈনিক ।

ধর্মীয় শিক্ষা আপন করে ,

দেশপ্রেম সাথে নিয়ে ।

সঠিক নেতৃত্বে এগিয়ে যাচ্ছে

প্রিয় CBF দেশ বিদেশে ।

মজলুমের পক্ষে , ইনসাফের জন্যে

লড়ছে CBF কলমে হাত রেখে

নাস্তিক্যবাদ নিপাত যাক

দেশপ্রেমিক ব্লগার জিন্দাবাদ !!

CBF জিন্দাবাদ !!

( CBF ( community bloggers forum ) Jeddah "সিবিএফ জেদ্দা"- র ব্লগার নেতাদের সভা/অনুষ্ঠান শণিবার ২২আগস্ট ২০১৫। বিষয় : অধিকার আদায়ে ব্লগারদের ভূমিকা প্রধান অতিথি ছিলেন CBF Central President প্রবাসী মজুমদার )

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337686
২৩ আগস্ট ২০১৫ রাত ০২:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৫ রাত ০২:২৮
279310
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
337693
২৩ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩৩
অভিমানী বালক লিখেছেন : CBF নয় কোনো রাজনৈতিক দল ,
লিখালিখি CBF এর বল ।

এই নীতিতে অটুট থাকাই লক্ষ্য।
337694
২৩ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪২
কাহাফ লিখেছেন :
কাংখিত লক্ষ্যে সিবিএফ এগিয়ে যাক এই শুভ কামনা!
337701
২৩ আগস্ট ২০১৫ সকাল ০৭:৩১
নাবিক লিখেছেন : চমৎকার
337705
২৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৯
হতভাগা লিখেছেন : এটা কি শিবিরের প্রবাসী এক্স-দ্বায়িত্বশীলদের নিয়ে গঠিত কোন সংগঠন ?
337722
২৩ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক মোবারকবাদ। প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত পোস্ট দিলে ভালো হতো।
337730
২৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিবিএফ এগিয়ে যাবে!
337753
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:২১
আবু তাহের মিয়াজী লিখেছেন : সিবিএফ জিন্দাবাদ।
337769
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : সিবিএফ এর কার্যক্রম ছড়িয়ে দেয়া যায় না ?
১০
337807
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : CBF নয় কোনো রাজনৈতিক দল , লিখালিখি CBF এর বল। এই নীতিতে অটুট থাকাই লক্ষ্য।
১১
337813
২৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সিবিএফ এগিয়ে যাক, তাই কামনা করি কিন্তু রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিবিএফ এগিয়ে যাবে!
তার ! মার্কের অর্থের মাঝে কোন অন্তনিহিত রহস্য আছে কিনা জানিনা, কেননা তিনিও সেটার একজন মেম্বার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File