হুজুরের বয়ান ও জাতির ভবিষ্যৎ
লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ৩০ মার্চ, ২০১৫, ০১:৪২:০০ দুপুর
ছোট বেলা থেকেই ওয়াজ মাহফিলে যাওয়ার একটা ঝোক ছিল যা এখনো আছে । আলেমদের প্রতি সম্মান কেন জানি এমনিতেই একটু বেশিই । সে কারনেই হোক কিংবা মনের আজানা অন্য কোন কারনেই হোক এলাকায় কোন ওয়াজ মাহফিল হলেই ছুটে যাই । গত কয়েক দিন আগেও গিয়েছিলাম লালবাগ কেল্লার মোড়ে এক মাহফিলে ।
চমৎকার সুরে হুজুর ওয়াজ করছিলেন আর স্রোতারাও ঠিক ঠিক বলে চিৎকার করছিলেন । হুজুর বললেন ছয় শ্রেনীর লোকদের প্রতিহত করতে হবে (১) রিজভী (২) আহলে হাদিস (৩) শিয়া (৪) কাদিয়ানী (৫) মওদূদী (৬) জাকির নায়েক । এদের আকিদা ঠিক নাই, ঈমান ঠিক নাই, এদের প্রতিহত করতে হবে, তা না হলে ইসলামের সঠিক আকিদা থাকবে না ইত্যাদি ।
ডাঃ জাকির নায়েকের প্রতি হুজুরের ক্ষোভ যেন একটু বেশিই। তাই হুজুর এবার আসল কারনটাও বলে দিলেন, একজন এলোপ্যাথী ডাক্তার কি করে ফতোয়া দেয়ার এখতিয়ার রাখেন । তাহলে আমরা ১০ বছর ধরে যারা ফতোয়া দেই তারা কি কামে আছি ???
রিজভী সম্পর্কে আমি তেমন কিছু জানিনা। এখানে কাদিয়ানী ছাড়া আর কাউকে বাতিল আকিদা বলার তেমন কোন কারন আমি দেখিনা । হুজুর যদি পীর পুজা, মাজার পুজা, মদ, যেনা, ব্যাভিচার এব্ং ইসলাম বিরোধি তাগুতী শক্তিকে মোকাবেলা করার কথা বলতেন তাহলে কতই না ভাল হত !!!!
বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পেক্ষপটে আলেমদের দিক নির্দেশনা পাওয়ার জন্য শুধু আমি নই গোটা জাতি আজ অপেক্ষমান। আর এই যুগে আমাদের আলিম সমাজ যদি মাযহাব আর শিয়া-সুন্নী দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকে তাহলে এ জাতি সামনে এগোবে কিভাবে ???? মনে পরে গেল কবি নজরুলের কবিতার কয়েকটি চরণ
উহারা যখন এগিয়ে চলেছে আমরা তখনো পিছে,
বিবি তালাকের ফতোয়া খুজছি ফিকাহ ও হাদীস চষে ।
বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত,
গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত ।
হানাফী ওহাবী লা-মাজহাবীর তখনও মেটেনি গোল,
এমন সময় আযাযিল এসে হাকিল তল্পি তোল ।
খালিল খালিদ এই পশুদের চামরা দিয়ে কি তবে
তোমার পায়ের দুশমন মারার দুটো পয়জারও হবে ???
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথাটি এমন ভাবে বললেন যে, জাকির নায়ক যেন ওহি প্রাপ্ত লোক
তাদের বেশীর ভাগেরই অস্ত্র হচ্ছে উচ্চ শব্দে বাক্যের জের টানা , যার ফলশ্রুতিতে শ্রোতারার ''ঠিক'' ''ঠিক'' বলতে বাধ্য হয় ।
মহিলাদের ব্যাপার এলে খুব রসিয়ে রসিয়ে বলে যেটা প্রায় সব শ্রোতাই খায় এবং সেখানে না যাওয়া লোকেরও কান খাড়া করে দেয় ।
মন্তব্য করতে লগইন করুন