হুজুরের বয়ান ও জাতির ভবিষ্যৎ

লিখেছেন লিখেছেন ফুটন্ত গোলাপ ৩০ মার্চ, ২০১৫, ০১:৪২:০০ দুপুর

ছোট বেলা থেকেই ওয়াজ মাহফিলে যাওয়ার একটা ঝোক ছিল যা এখনো আছে । আলেমদের প্রতি সম্মান কেন জানি এমনিতেই একটু বেশিই । সে কারনেই হোক কিংবা মনের আজানা অন্য কোন কারনেই হোক এলাকায় কোন ওয়াজ মাহফিল হলেই ছুটে যাই । গত কয়েক দিন আগেও গিয়েছিলাম লালবাগ কেল্লার মোড়ে এক মাহফিলে ।

চমৎকার সুরে হুজুর ওয়াজ করছিলেন আর স্রোতারাও ঠিক ঠিক বলে চিৎকার করছিলেন । হুজুর বললেন ছয় শ্রেনীর লোকদের প্রতিহত করতে হবে (১) রিজভী (২) আহলে হাদিস (৩) শিয়া (৪) কাদিয়ানী (৫) মওদূদী (৬) জাকির নায়েক । এদের আকিদা ঠিক নাই, ঈমান ঠিক নাই, এদের প্রতিহত করতে হবে, তা না হলে ইসলামের সঠিক আকিদা থাকবে না ইত্যাদি ।

ডাঃ জাকির নায়েকের প্রতি হুজুরের ক্ষোভ যেন একটু বেশিই। তাই হুজুর এবার আসল কারনটাও বলে দিলেন, একজন এলোপ্যাথী ডাক্তার কি করে ফতোয়া দেয়ার এখতিয়ার রাখেন । তাহলে আমরা ১০ বছর ধরে যারা ফতোয়া দেই তারা কি কামে আছি ???

রিজভী সম্পর্কে আমি তেমন কিছু জানিনা। এখানে কাদিয়ানী ছাড়া আর কাউকে বাতিল আকিদা বলার তেমন কোন কারন আমি দেখিনা । হুজুর যদি পীর পুজা, মাজার পুজা, মদ, যেনা, ব্যাভিচার এব্ং ইসলাম বিরোধি তাগুতী শক্তিকে মোকাবেলা করার কথা বলতেন তাহলে কতই না ভাল হত !!!!

বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পেক্ষপটে আলেমদের দিক নির্দেশনা পাওয়ার জন্য শুধু আমি নই গোটা জাতি আজ অপেক্ষমান। আর এই যুগে আমাদের আলিম সমাজ যদি মাযহাব আর শিয়া-সুন্নী দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকে তাহলে এ জাতি সামনে এগোবে কিভাবে ???? মনে পরে গেল কবি নজরুলের কবিতার কয়েকটি চরণ

উহারা যখন এগিয়ে চলেছে আমরা তখনো পিছে,

বিবি তালাকের ফতোয়া খুজছি ফিকাহ ও হাদীস চষে ।

বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত,

গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত ।

হানাফী ওহাবী লা-মাজহাবীর তখনও মেটেনি গোল,

এমন সময় আযাযিল এসে হাকিল তল্পি তোল ।

খালিল খালিদ এই পশুদের চামরা দিয়ে কি তবে

তোমার পায়ের দুশমন মারার দুটো পয়জারও হবে ???

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311876
৩০ মার্চ ২০১৫ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : হুজুরের ক্ষোভ জাকির নায়েকের প্রতি বেশী কারণ উনি ঐ হুজুরদের ইসলাম বানিজ্যে ধস নামিয়েছেন৷ আল্লাহ এদের ইমান দিক৷
০৭ জুলাই ২০১৫ রাত ১০:১৮
271254
আবু জান্নাত লিখেছেন : হুজুরদের ইসলাম বানিজ্যে ধস নামিয়েছেন

কথাটি এমন ভাবে বললেন যে, জাকির নায়ক যেন ওহি প্রাপ্ত লোক
১০ জুলাই ২০১৫ সকাল ১১:৪৮
271768
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শেখের পোলা, জাকির নায়েকের অনেক কাজ যেমন প্রসংসিত তেমনি কিছু বিতর্কিতও বটে তবে দুঃখজনক হল তার বিরুদ্ধে মিথ্যা অপবাদগুলোই বেশি রটানো হয় যা অগ্রহণযোগ্য।
১০ জুলাই ২০১৫ রাত ০৮:৪৬
271798
শেখের পোলা লিখেছেন : বিতর্ক তারাই করে যারা তাকে মানতে নারাজ৷ একটা বিধর্মী দেশে (ভারতে আমার জন্ম আমি ওদের ভালই চিনি) ইসলামের প্রচার প্রসার ও অন্য ধর্ম মতের অসারতা যে ভাবে চোখে আঙ্গুল দিয়ে দিখিয়ে এগিয়ে চলেছে তা আমার এই মুসলীম প্রধান দেশে বসে যারা তার বিরোধিতা করে তারা করে দেখাক৷তার পর তার বিতর্কীত সাইড নিয়ে সমালোচনা করুক৷ দোষ ছাড়া মানুষ হয়না৷ তারও থাকতে পারে৷ধন্যবাদ৷
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:২৪
277763
ফুটন্ত গোলাপ লিখেছেন : জাকির নায়েকের কোন মাসয়ালা বিষয়ে ডিবেট থাকতে পারে, তাই বলে উনাকে এভাবে প্রতিহত করার জন্য উঠে পড়ে লাগতে হবে কেন ??? আমাদের দেশের আলেম সমাজ কি ইসলামের মুল স্পিরিট বুঝেন না নাকি নিজেদের স্বার্থ রক্ষার্থে এমন করেন আমার বুঝে আসেনা ।
329028
০৭ জুলাই ২০১৫ রাত ০৯:০২
ছালসাবিল লিখেছেন : গোলাপ ভাইয়া, সঠিক দল কোনটি Thinking Day Dreaming
১৫ আগস্ট ২০১৫ রাত ০১:০২
277789
ফুটন্ত গোলাপ লিখেছেন : ইসলামে তো কোন দল নাই । সব মুসলমান এক জাতি । তাই আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত মুসলিম । আর মুসলিমরা আকড়ে ধরবে কুরআন ও সুন্নাহ । তবে মুসলিমদের মধ্যে বিভিন্ন বিভাগ থাকতে পারে । বিভিন্নজন বিভিন্ন বিভাগে কাজ করতে পারে । যেমন লেখক, দায়ী,মুফাসসির, মুহাদ্দিস, গবেষক প্রভূতি ।
১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
277908
ছালসাবিল লিখেছেন : আল্লাহ কোরআনে সহাবা (রা) দেরকে ২ ভাগে ভাগ করেছেন। ১) মুহাজির ২) আনসার। তাহলে তারা কি মুহাজির আনসার নাম ব্যাবহার করতে পারবে? Smug Talk to the hand Yawn Waiting Smug Love Struck
329162
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৮
এ,এস,ওসমান লিখেছেন : ছালসাবিল লিখেছেন : গোলাপ ভাইয়া, সঠিক দল কোনটি
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৭
277782
ফুটন্ত গোলাপ লিখেছেন : কুরআন ও সুন্নাহতে যা আছে তা মানেন । আর কুরআন সুন্নাহতে যা স্পস্ট নাই সে বিষয়ে বিশেষজ্ঞ আলিমদের মতামত নিবেন । আমার মনে হয় সমাধান পেয়ে যাবেন । আমাদের দল তো একটাই আর তা হল ইসলাম ।
329166
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একশ্রেনী হুজুররা মনে করে ইসলাম,কুরআন-হাদিস তাদের সম্পত্তি। যেমনভাবে হিন্দু ধর্মের ব্রাক্ষণরা করে থাকে ,সাধারণ হিন্দুদের ধর্মগ্রন্থ পড়তে পারে না। ধন্যবাদ..
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৪৩
277786
ফুটন্ত গোলাপ লিখেছেন : ভাই ঠিক বলেছেন । আমাদের আলিমরা কুরআন হাদিস পড়েন কিন্তু কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত । তারা মনে করেন ইসলাম নিয়ে অন্যকেউ কথা বলার এখতিয়ার রাখেনা । কারন এগুলোকে পুজি করে তাদের জীবন জীবিকা চলে ।
329217
০৮ জুলাই ২০১৫ রাত ১০:০৮
আফরা লিখেছেন : সবার আগে উনাদের রুখতে হবে । ধন্যবাদ
329336
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৯
হতভাগা লিখেছেন : এসব হুজুরেরা আসর জমানোর জন্য গল্প করে যার বেশীর ভাগই হয় গীবত জাতীয় এবং বানোয়াট ।

তাদের বেশীর ভাগেরই অস্ত্র হচ্ছে উচ্চ শব্দে বাক্যের জের টানা , যার ফলশ্রুতিতে শ্রোতারার ''ঠিক'' ''ঠিক'' বলতে বাধ্য হয় ।

মহিলাদের ব্যাপার এলে খুব রসিয়ে রসিয়ে বলে যেটা প্রায় সব শ্রোতাই খায় এবং সেখানে না যাওয়া লোকেরও কান খাড়া করে দেয় ।
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৪৪
277788
ফুটন্ত গোলাপ লিখেছেন : জ্বি ভাই ঠিক বলেছেন ।
329456
১০ জুলাই ২০১৫ দুপুর ১২:৫১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ছোটকাল থেকে ওয়াজ শুনে জীবন পার করলেন অথচ বলছেন, অথচ বলছেন রিজভী সম্পর্কে জানেননা, শিয়া জিনিসটিও আপনার কাছে সুস্পষ্ট না, এটা কাম্য না ভাইয়া। এই লেখাটা পড়ে দেখতে পারেন। Click this link
335885
১৫ আগস্ট ২০১৫ রাত ০১:০১
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। রিজভী সম্পর্কে না জানাটা অবাক হওয়ার কিছু নাই । কারন আমার এলাকায় এদের কোন প্রভাব নাই। আর শিয়া সম্পর্কে এক কথায় মন্তব্য করা সমীচীন মনে করিনি। কারন শিয়াদের মধ্যে বিভিন্ন উপদল আছে। সবাইকে এক কাতারে সামিল করা ঠিক না আপনার তথ্যপূর্ণ লেখার জন্য আন্তরিক মুবারকবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File