সারা ভারতেই গরু জবাই নিষিদ্ধ করবে সরকার: তাহলেই কি

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ মার্চ, ২০১৫, ১২:৩৬:৫৬ দুপুর



সারা ভারতেই গরু জবাই নিষিদ্ধ সর্বতো চেষ্টা চালাবে বলে জানালেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তবে তা সহমতের ভিত্তিতেই করার চেষ্টা করা হবে বলে রোববার তিনি জানিয়েছেন।

জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেছেন, “ ভারতে কোনো ভাবেই গরু জবাই মেনে নেওয়া যায় না। দেশে গোহত্যা নিষিদ্ধ করার জন্য আমরা সর্বতো প্রচেষ্টা চালাবো। এ ব্যাপারে সহমত গড়ে তোলারও চেষ্টা করা হবে।”

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র ও হরিয়ানার গোহত্যা নিষিদ্ধ করার প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ জানিয়েছেন, এর থেকেই স্পষ্ট এ ব্যাপারে কেন্দ্রের এনডিএ সরকারের ইচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না।

সমাবেশে এক ধর্মীয় নেতা সংসদের চলতি বাজেট অধিবেশনেই গরুর পাশাপাশি মহিষ হত্যাও নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়নের দাবি জানান। এ ব্যাপারে রাজনাথ বলেন, গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করতে সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই।

রাজনাথ মনে করিয়ে দেন, ২০০৩-এ তিনি যখন মন্ত্রী ছিলেন তখন কৃষিমন্ত্রণালয় গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করতে একটি বিল তৈরি করেছিল। কিন্তু সংসদে এই বিল পেশ করার সময়ই বিরোধীরা হই-চই শুরু করেন। এজন্য ওই বিল পাশ করানো সম্ভব হয়নি।

এবার আসি

http://www.mirror.co.uk/news/weird-news/hindu-worshippers-drink-cow-urine-3017661











বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311789
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:৫৭
অনেক পথ বাকি লিখেছেন : নিষিদ্ধ করুক আমি গরু খাই না।
311793
৩০ মার্চ ২০১৫ দুপুর ০১:২৮
সালাম আজাদী লিখেছেন : ভালো হবে, আলহামদুলিল্লাহ, ভারতের মুসলমান রা খাশি কুরবানি করবে, আর আমরা সস্তায় ভারতীয় গরুর গোশ খাবো। আল্লাহ যা করেন, মানুষের কল্যনের জন্য ই করেন।
311806
৩০ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
311872
৩০ মার্চ ২০১৫ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : ওদের বিশেষজ্ঞরা হয়ত বলেছেন-গোশ্ত হতে মূত্র শ্রেয়৷ তবে মায়ের চামড়া দিয়ে জুতো ওরা বানাবে আর পরবেও৷ সে জন্য ওদের মাকে আমাদের কাছে বিক্রি করবে৷ আর আমরা তা হয়ত সস্তায় কিনব৷
311888
৩০ মার্চ ২০১৫ রাত ০৮:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইরক্ম খাইশটা ধর্ম চর্চাকারী ধরাতে দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয়য় না! পেত্নী!!!!!!!র দল যত্তসব!
311897
৩০ মার্চ ২০১৫ রাত ০৯:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালই তো!!
গরুর গোস্তের দাম এখন ৫০০ টাকা কেজি। এইটা কমবে। আমাদের জন্য ভাল হবে।
311914
৩১ মার্চ ২০১৫ রাত ০১:০৫
কাঁচের বালি লিখেছেন : ধর্মের দোহায় দিয়ে মুসলমানদের কে অত্যাচার করার শামিল , হিন্দু ধর্মে সবকিছুই ফালতু । খাঁ তোরা বেশি করে মুত্র খাঁ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File