"ঘুষ আর দুর্নীতিতে সয়লাব আমার সোনার দেশ"

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১১ অক্টোবর, ২০১৫, ০৩:২৭:৩৯ রাত

"ঘুষ আর দুর্নীতিতে সয়লাব আমার সোনার দেশ"

বাংলাদেশের ঘুষের রাজ্যে পুলিশ একমাত্র শীর্ষ স্থানে রয়েছে।

যদি নোবেল পুরুষ্কারে কোন সুযোগ থাকতো তাহলে আশা করা যায় আমাদের পুলিশ বাহিনীর দখলে এই পুরুষ্কারটি থাকতো।

পুলিশ জনগনের বন্ধু হিসেবে পরিচিত কাগজে কলমে,

কিন্তু কাজ কর্মে পুলিশ জনগনের শত্রু হিসেবে পরিচিত।

মানুষ বিপদে পড়লে পুলিশের সহযোগিতা কামনা করবে,কিন্তু বাংলাদেশের মানুষ বিপদে পড়লে পুলিশ থেকে দুরে থাকার কামনা করে।

কারন যেখানে পুলিশের আগমন সেখানে ন্যায় বিচার দাপন হয়ে যাবে নিশ্চিত।

একমাত্র বাংলাদেশের পুলিশ ই পারে ন্যায় কে অন্যায় করতে,আবার অন্যায়কে ন্যায় করতে।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিচু লেভেলের কর্মকর্তা পর্যন্ত কেউ টাকা ছাড়া কোন কথা বলতে চায় না।

ট্রাফিক পুলিশ সে তো আরো বেশি বিপদজনক,অবৈধকে বৈধ করে দেয় মাত্র পাঁচ টাকার বিনিময়ে।

ঠেলাগাড়ি থেকে শুরু করে বড় বাস পর্যন্ত চলে তাদের ঘুষ নামক ব্যবসা।

একজন ট্রাফিক পুলিশ আপনার চলন্ত গাড়িতে সিগন্যাল দিয়েছে তো আপনি কিছু না কিছু সালামি দিতে বাধ্য।

আপনার গাড়ির সবকিছু ঠিক আছে তবু ও আপনাকে হয়রানি করবে,আপনি এই হয়রানি থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে কমপক্ষে পাঁচ টাকা তার মুখে দিয়ে আসতে হবে না হয় আপনি রেহাই পাবেন না।

চলবে........

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345288
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৪৬
শেখের পোলা লিখেছেন : এ সবই বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন৷
১১ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৯
286515
অভিমানী বালক লিখেছেন : এটা ও কি স্বপ্ন ছিলো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File