" বুবু "

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১১ অক্টোবর, ২০১৫, ০২:৪৫:২৬ রাত

আমার একবুবু আছে নামটি তাহার নুরী,

এই দুনিয়ায় এমন বুবুর নেই তুলনা জুড়ি l

-

বুবুতো নয় মায়ের মতন মস্তো ঊদার মন,

সু:খে দূ:খে মাঘে পৌষে স্নেহাষ সারাক্ষন l

-

বুবু আমার মনের খবর জানে আগে ভাগে,

সাতসতের বানিয়ে রাখে গ্রামে যাবার আগে ।

-

কদিন আগে খবর পেলাম বুবু বেডে শুয়ে,

অসুখ-বিসুখ বয়োষ মিলে শরীর গেছে নূয়ে ।

-

হৃদয় জুড়ে কষ্টো আমার চোখ ঝাপসা হলো,

আল্লাহ তুমি সুস্থ করো এই মোনাজাত রলো ।

-

মিনতি রাখো এক নজর দেখার সুযোগ দিও,

বোনটি আমার অতি আপন হায়াত বাড়িও l

-

মোশাররফ.

১০.১০.১৫

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345287
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৪৪
শেখের পোলা লিখেছেন : কবিতা বেশ ভাল হয়েছে৷
345296
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : বুবুকে নিয়ে কবিতা , ছমৎকার হয়েছে।
345315
১১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ভাই-বোনের ভালোবাসা জান্নাতী নিয়ামত-
যদিও শয়তানী চালে হয় নিত্য কলুষিত

আপনাদের ভালোবাসা আটুট থাকুক,
আপনার দোয়া কবুল হোক, আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File