সুকির চ্যালা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪৯:১৮ সন্ধ্যা
এক
রোহিঙ্গা গণহত্যায় দিতে তালে তাল
কিছু বঙ্গ সন্তান দেখি বেসামাল
সুকির চ্যালা
দেশেই ম্যালা
থামাতে হবে এদের আজই বা কাল |
দুই
কেষ্ট কাদের,দিপুমনি, ও মতিয়ার কণ্ঠস্বরে
স্বৈরাচারেরই প্রতিধ্বনি মানবতার কবর খুঁড়ে |
গণতন্ত্রের ছায়ার নিচে
স্বৈরাচারের বাঁদর নাঁচে
গণহত্যায় চুপ থেকে, কে গণতন্ত্রের ধ্বজা ধরে?
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার চোখে সে সু চি
দেখে মনে হয় সে সুখী ,
কাজ তার অসুচি
নাম নিয়ে যন্ত্রনা
কেন যেন যায় না |
সুকি,সূচি দুটোই সবাই বলছে,
একটা হলেই আমার চলছে |
মন্তব্য করতে লগইন করুন