নক্ষত্রের পতন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৪৫:৩১ সকাল

এক



মৃত্যুর আলিঙ্গনেই রক্তস্নাত নাফ নদীর সূর্যোদয়

আলোহীন,সবই হারাবার দীর্ঘশ্বাসে ভারী রোহিঙ্গা হৃদয়

আউং সান সূচি

নামে শুধু অশুচি

নাফ নদীর দু'ধারে এ'ভাবে বুঝি হয় জননেতা নেত্রীর ক্ষয়!



দুই

কলি সব নন্দিত,সুরভিত ফুল হতেই গাছের ডালে ডালে ফোটে

সে ফুল অসময়ে ঝরে যায়,মরে যায় পোকায় খায় যদি খুটে খুটে

নিরীহ রোহিঙ্গা গণহত্যা

কেড়ে বাক ব্যক্তি স্বাধীনতা

খ্যাতির স্বর্গ থেকে নেতা নেত্রী কুখ্যাতির নরকে উল্কা হয়ে ছোটে |



বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File