কেষ্ট (কাদের) বচন
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩১ আগস্ট, ২০১৭, ১০:৩২:৩৫ সকাল
এক
প্রবাদে আছে সময়ের এক ফোঁড়,অসময়ের দশফোঁড়,
কেষ্ট কাদেরের কর্মকান্ডে কাটতে চায় না আর ঘোর!
বছর ভর মন্ত্রণালয় তার,
ঘুষ বাণিজ্যের সূতিকাগার,
মরণ ফাঁদের মহাসড়কে কালো রাত হয়না আর ভোর |
দুই
চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বেহাল সড়ক হবে ঠিক,
কেষ্ট বচন শুনে ভাবছি,আছেতো ঠিকঠাক তার সম্বিৎ !
সারা বছর সড়ক বেহাল,
তখন কেন হয়নি খেয়াল?
ঈদ যাত্রায় খুশি নেই কারো,জীবন হারাবার ভয়েই ভীত!
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলেছেন কাউয়া কাদের ওরফে ফাঁটাকেষ্ট ওরফে ফটোকেষ্ট।
মন্তব্য করতে লগইন করুন