সিনহা বাবু,এনবিআর ও দেউলিয়া দেশ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৭ আগস্ট, ২০১৭, ১০:০১:৩৩ সকাল



এক

সিনহা বাবুর আর্থিক বিষয় নাকি খতিয়ে দেখবে এনবিআর

ভাবি, আর্থিক বিষয় খতিয়ে দেখলে কি হবে হতভাগা দেশটার

লুটপাট রিজার্ভ, ব্যাংক ফতুর

দেউলিয়া দেশ যেতে পারে কতদূর?

ব্যর্থ রাষ্ট্রের তকমা জুটাতে কত কি যে করবে এই সরকার!



দুই

দেউলিয়া ঘোষিত হলে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি

রাষ্ট্র নিয়ন্ত্রণে নেয় তার সব আর্থিক শক্তি

দেউলিয়া করে বাংলাদেশ

দেবতা নিতে চায় এই দেশ?

হবোনা দেবতার দাস,গণতন্ত্রেই হোক মুক্তি |

বিষয়: বিবিধ

৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File