তৈলাক্ত বাঁশের বানরটা আর সরকার
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৭ আগস্ট, ২০১৭, ০৬:৫৬:৪৬ সন্ধ্যা
এক
অংকের তৈলাক্ত বাঁশের বানরটা আর সরকার
পিছলে যেয়ে মিলে মিশে একদম একাকার |
কুশাসন, স্বৈরাচারী অবৈধ কারবার
সরকার পিছলেই যাচ্ছে বারবার,
ষোড়শ সংশোধনীও তৈলাক্ত বাশ হলো এবার!
দুই
ফাটাকেষ্ট, রাষ্ট্রপতি, সিনহা বাবুকে নিয়ে
রায় পাল্টাতে বসেছেন বঙ্গভবন গিয়ে |
যায় কি দরজা করলেই বন্ধ
ষড়যন্ত্রের পঁচা দুর্গন্ধ?
ষোড়শ সংশোধনী লেগেছে গলায় বুঝি ফাঁস হয়ে!
বিষয়: বিবিধ
৬৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন