লিমেরিক: ষোড়শ সংশোধনী

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৩ আগস্ট, ২০১৭, ০৪:১১:১১ রাত



এক

মধ্যরাতের আড়ালে চলে চোর ডাকাতের কারবার,

ক্ষমতা দখলে মধ্যরাতে তেমনি এসেছে স্বৈরাচার |

ষোড়শ সংশোধনী মৌমাছির হুল

চোখে দেখে সরকার সর্ষে ফুল !

গণতন্ত্রের পথ যাত্রায় চাইনা কোনোই তাবেদার |



দুই

খিড়কি পথে ক্ষমতা দখল স্বৈরাচারী কায়দায়

জীবন কাটে ভয়ে তাই, জেলেই যদি জীবন যায়

ষোড়শ সংশোধনী

তাই তুলেছে কাঁপুনি

দিশেহারা সরকার, ভয় ঢুকেছে অস্থি মজ্জায় |

বিষয়: বিবিধ

৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File