বিশ্বজিতের জন্য এলিজি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১১ আগস্ট, ২০১৭, ১১:২৫:০৬ সকাল



এক

ঢাকার পথেই শেষ বাবা মায়ের বিশ্ব জয়ের আশা, বিশ্বজিৎ,

পলাতক এই গণতন্ত্রে নেই প্রশ্ন কি উচিত,কি অনুচিত|

দেবতার বীর্যে উদ্গত তাবেদার,

ছদ্মাবরণে আজ দানব স্বৈরাচার |

তোমার মৃত্যু এঁকেছে ঢাকার ব্যস্ত রাজপথে বাকশালী অতীত |



দুই

পুরোনো ঢাকার ব্যস্ত পথে গিজগিজে মানুষের জঙ্গল,

বিশ্বজিৎ লাশ হবে নিয়ে বাকশালী অভিশাপ,অমঙ্গল |

তবুও গুন্ গুন্ করবে মনে চেতনা,

স্বৈরাচারের মায়া কান্নায় ঝরবে বেদনা,

স্মশানে পুড়বে বিশ্বজিৎ,তবু ঝরবে না কারো অশ্রু জল |

বিষয়: বিবিধ

৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File