বন্যা আর উন্নয়নের কাব্য

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ আগস্ট, ২০১৭, ০৪:০৭:১৪ রাত



আজ শ্রাবন দুপুর,

ঢাকা জলে ভরপুর |

আনিস,খোকনের সিঙ্গাপুর,

গর্তে,খানাখন্দে ভরপুর !



মানুষ পরিচয় ছিল,

আমার ডাঙায়,স্থলে |

তাও বুঝি হারালো,

আজ বন্যার জলে !



মানুষ জীবন নেই আর,

জল ও কাদায় একাকার |

মানুষ পরিচয়ের হারিয়ে দিন,

উভচর আজ বিবর্তনহীন !



ডুবু গলা তবু ভেসে আছি,

ডুবে মরলেই যেন বাঁচি !

সহেনা আর যাতনা,

উন্নয়ন চেতনা |



অথর্ব এই সরকার,

যত দুর্ভোগের ঠিকাদার |

ভোটারহীন মেয়রদ্বয়,

দ্রুতই যেন বিদায় হয়!

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383720
০৫ আগস্ট ২০১৭ সকাল ১১:৩৬
বাকপ্রবাস লিখেছেন : সুন্দর, তবে লিমেরিক এর কোন শর্তই পুরণ হয়নি
০৫ আগস্ট ২০১৭ বিকাল ০৫:০৫
316673
কাব্যগাথা লিখেছেন : দিলেনতো হাটে হাড়ি ভেঙে !
মন ভাঙিয়ে,লজ্জায় রাঙিয়ে |
কবিতার ছন্দ
করে তাই বন্ধ,
এবার যেতে হচ্ছে বাড়ি ||
০৫ আগস্ট ২০১৭ সন্ধ্যা ০৬:৪১
316674
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা
০৫ আগস্ট ২০১৭ সন্ধ্যা ০৬:৪৯
316675
কাব্যগাথা লিখেছেন : হয়েছিল বেশ বড় ভুল,
ঠিক ছিলোনা বিলকুল |
তাই বিলক্ষণ,
নাম পরিবর্তন,
করে দিলাম কবিতার শিরোনামে ||
০৭ আগস্ট ২০১৭ সকাল ১০:৫৮
316676
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
১১ আগস্ট ২০১৭ সকাল ০৯:৪০
316692
কাব্যগাথা লিখেছেন : আমার পক্ষথেকে ধন্যকে বাদ দেবেন না আবার, পুরোটাই নিন !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File