বন্যা ও আমার চিটাগাং
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ জুলাই, ২০১৭, ০২:১৪:২৬ দুপুর
মনে খুশির সুর ছিল ধিতাং ধিতাং,
সেই প্রথম যেদিন গেলাম চিটাগাং |
শংকা নিয়ে হাটলাম,
বাটালি হিলে উঠলাম !
চূড়ায় উঠে সেই সবুজ পাহাড়ে,
মন ভরলো,সেকি খুশির বাহারে!
পতেঙ্গার সাগর সৈকত,
যেন কোন অজানা জগৎ!
পাহাড় ঘেরা আঁকা বাঁকা পথের পাহাড়তলি,
আজো মনে ছবি আঁকে নিয়ে স্মৃতির রং তুলি |
ভোলা যায় আগ্রাবাদ,লালখান বাজার,
ফয়েজ লেক,বায়েজিদ বোস্তামীর মাজার?
অপর্ণা চরণের সুবেশী মেয়েগুলি,
এতদিন পর আজও কি করে ভুলি!
সোলসের গান "কলেজের করিডোরে..."
আজও কেন বাজে মনে সুরে সুরে !
স্বপ্ন সুখের আমার সেই চিটাগাং শহর,
কাটায় আজ অন্তহীন বন্যার প্রহর |
নাসিরাবাদ,আগ্রাবাদের সেই পাহাড় ঘেঁষে,
বন্যায় রাজপথে উন্নয়নের নৌকা ভাসে !
চিটাগাঙের সরকারি কর কর্মকর্তা,
নৌকা কিনে করে বন্যায় অফিস যাত্রা !
উন্নয়নের সাথী নৌকার অসহায় যাত্রী,
আঁধার সাগরে কাটেনা বেদনার কালো রাত্রি |
অভিশাপ মেয়র, নগর প্রশাসন তার,
মন্ত্রী, প্রধানমন্ত্রী,অকর্মন্য সরকার |
খুলে দাও আকাশ তোমার মেঘের দ্বার,
রুদ্ধ করোনা পাহাড় বন্যা জলের ধার |
উত্তাল করো কর্ণফুলী অযুত স্রোতধার,
ডুবাও বন্যা জলে এই অথর্ব সরকার |
ভাসিয়ে নাও এই ব্যর্থ,অথর্ব প্রশাসন,
ব্যর্থতায় যার অচল আজ জনজীবন |
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন