লালগোলাপ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৮ জুলাই, ২০১৭, ০৩:১৫:৫০ রাত



লালকার্ড দেখিয়েছে জনগণ,

তাতেই কষ্ট, খারাপ হলো মন?

দেবোনা বলিনিতো কোনোদিন,

অঞ্জলি,ফুল মালায় রঙিন !

অথবা হাতে জড়িয়ে লাল রাখি বন্ধন,

সবই দিতে পারি করে সাগর মন্থন |



তুলেছি গাছ থেকে শিশির ভেজা,

লাল গোলাপের ডালি, রক্ত তাজা |

যদি পাই বেলি ফুলের মালা,

তাও রাখবো সাজিয়ে ডালা |

রজনী গন্ধাও গলায় জড়িয়ে,

দেবো, দু’হাত ফুলে ভরিয়ে |



লাল গোলাপের অঞ্জলিতে দেব ভরিয়ে,

আমার শ্রদ্ধা মালা তার গলায় জড়িয়ে |

যে নয় প্রতিরক্ষা চুক্তির কোনো কারিগর,

বা সীমান্ত বেঁচা ক্ষমতালোভী সওদাগর |

শাসনে বসনে নয় যে দেবতার তাবেদার,

ভোটারহীন নির্বাচনে হয়নি যে স্বৈরাচার |



কেউ আসে যদি আসে স্বাধীন বাংলাদেশে

পলাতক গণতন্ত্র ফেরাবার আশ্বাসে,

গণতন্ত্র ঢাকা তাঁবেদারির বসন খুলে

স্বৈরাচারের মিথ্যে অবগুন্ঠন তুলে,

আঁধারেও যদি কেউ আসে গণতন্ত্রের মিছিলে

তার হাতেই দেব লাল গোলাপ,রেখেছি তুলে |

বিষয়: বিবিধ

৬৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383577
১৮ জুলাই ২০১৭ দুপুর ০১:৫৬
হতভাগা লিখেছেন : এসব লাল কার্ড , হলুদ কার্ড থাকে জনগনের কাজে যেগুলো খুব একটা কাজের হয় না । নেতাদের হাতে থাকে ট্রাম্প কার্ড যেটা দিয়ে জনগনকে ঘোলা পানি খাওয়ানো যায়।
২৩ জুলাই ২০১৭ রাত ০৯:৩৮
316643
কাব্যগাথা লিখেছেন : হয়তো আপনার কথাই সত্যি |তবুও যদি ...| অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File