ম্যানেজ হয়েছে দেশ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ জুলাই, ২০১৭, ০৪:৪০:০৯ রাত

("স্যার কইছিলাম না ম্যানেজ অইব, বইতেও দিব" শিরোনামের একটি খবর পড়ে)



ঘরে বাইরে ম্যানেজ হয়েছে দেশ,

গদিতে বসেছে আয়েশ করে বেশ

পুলিশ,প্রশাসন,মিডিয়া, সুশীল সমাজ!

প্রতিবাদে তাই দাঁড়াবার নেই কেউ আজ |



ম্যানেজ হয়েছে সবই,

পুলিশ, প্রশাসন খুবই |

রাজনীতি ভরা তাঁবেদার,

গণতন্ত্র পুড়ে অংগার |

সুশীল শ্রেণীর রথী মহারথী সব,

সাংবাদিকবৃন্দ সরকার বান্ধব

হয়েছেন, মুখ তাই বন্ধ,

প্রলয় হলেও চোখ অন্ধ!



ব্যাংকগুলো লুটপাটে ফতুর,

ঋণ খেলাপিতে দেশ ভরপুর |

সুইস একাউন্ট ফুলে কলাগাছ হয়,

দেশি অর্থনীতিতে কি নিদারুন বিপর্যয়!

সীমান্ত হত্যার সাথে বসবাস,

তা নিয়েও নেই কোনোই ফিসফাস!



সীমান্তের দ্বার খোলা থাকে হায়,

স্বাধীনতা বুঝি সীমান্তে হারায়!

কি আমার, কি দেবতার বোঝা দায়,

দেবতার বর আসে বন্যা ধারায় |

পাহাড় ধ্বস, বন্যায় সব সর্বশ্রান্ত,

দেশই বুঝি চিকুনগুনিয়ায় আক্রান্ত!



নিজস্ব সত্বাও নিঃশেষ দেবতা পূজায়,

সরকার তবুও ভালোবাসায় জড়ায় |

ম্যানেজ হয়েছে সবই সাবাস, সাবাস,

ঘরে বাইরে হয়েছি দেবতার সেবাদাস |

জীবন যন্ত্রনার কাটেনা অন্তবিহীন প্রহর,

তবুও দেশে নাকি বয়ে যায় গণতন্ত্রের নহর !

হেঁচড়ে পাঁচড়েও চলছেনাতো এই সরকার,

পলাতক গণতন্ত্রের রূপবান স্বৈরাচার!

বিষয়: বিবিধ

৭৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383549
১৪ জুলাই ২০১৭ সকাল ০৮:৫৭
হতভাগা লিখেছেন : ৬০০০০ কোটি টাকা যখন হজম হয়ে যায় তখন কোন কিছুই আর কঠিন লাগে না গিলতে।
১৪ জুলাই ২০১৭ বিকাল ০৪:০১
316604
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:ঠিকই বলেছেন!অনেক ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্যের জন্য |
383554
১৫ জুলাই ২০১৭ দুপুর ০২:৩৪
১৬ জুলাই ২০১৭ দুপুর ১২:১৮
316610
কাব্যগাথা লিখেছেন : অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File