বাংলাদেশ এখন বিশ্বের “গোল " মডেল
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৯ জুন, ২০১৭, ১১:৩৯:৪২ সকাল
বাংলাদেশ এখন নাকি বিশ্বের রোল মডেল !
শুনে ভাবছি, কথাটা বড় সত্যি,
মিথ্যে নেই তাতে একরত্তি,
যদি "রোল" বদলে হয় “গোল" মডেল |
পদার্থ বিদ্যায় "গোল" বা বৃত্ত নয় দোষ,
পড়িয়েছেন আচার্য রমেশ চন্দ্র ঘোষ |
শুরু বা শেষ নেই যদি তা হয় 'বৃত্ত',
দেশের "গোল" মডেলে হয়েছে তা সত্য |
গুন্, খুন, সেই সাথে পুলিশি হামলা
চলছেই, অন্তহীন চলে সরকারি মামলা |
গঠন হয়েছে তাঁবেদারির সরকার,
দুঃশাসনের দিন শেষ হয়নাতো আর !
"গোল" বা গোল্লা পেলে কেউ অংকের ক্লাসে,
অংকে পাকা নয়, বরং খুবই কাঁচা সে |
বলেছিলেন অবিনাশবাবু ছোট বেলায়,
অংকের ক্লাসে কবে সেই পাঠশালায় |
অংকে গোল্লা পেয়ে অবিনাশবাবুর পিটুনি
খাওয়া,ভোলা যায় কি আজও হরিদাসের কাঁদুনি !
সুশাসনে ব্যর্থ,গণতন্ত্র প্রতিষ্ঠায় গোল্লা পেয়েছে সরকার,
অঙ্ক শেখাতে অবিনাশবাবুর পিটুনি আজ খুব দরকার!
রূপকথার গোল রুটি গড়িয়ে গড়িয়ে,
শেয়ালের মুখে বসে করেছিল নিজেরই হত্যা |
দেবতা পূজায় কৃতজ্ঞতা ফুল জড়িয়ে জড়িয়ে,
সরকার দিয়েছে বিকিয়ে জাতির নিজস্ব স্বত্বা !
সরকার গোল্লা পায় ব্যর্থ নির্বাচনে,গণতন্ত্র চর্চায়,
গোল্লা পায় সরকার বাক,ব্যক্তি স্বাধীনতা রক্ষায়!
গণতন্ত্র বিকিয়ে দেশ এখন স্বৈরাচারের অংশ,
শেয়ালের মুখে গড়িয়ে দেশের স্বাধীনতা ধ্বংস !
গোল্লা পেয়ে গণতন্ত্রের পরীক্ষায় সরকার ফেল,
দেশ এখন “রোল” নয়,হয়েছে বিশ্বের “গোল" মডেল !
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন