বিমূর্ত কোনো বেলাতো আর নেই

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ মে, ২০১৭, ০৪:১০:৫১ রাত

(প্রিয় ব্লগার আরিফা জাহানের "বিমূর্ত বেলা " কবিতাটা পড়লাম মুগ্ধ হয়ে | মুগ্ধতা থেকে কি হতাশা আসে ? ঠিক জানিনা | সেই মুগ্ধতা থেকে লেখাটা হতাশার কবিতা হয়ে গেলো নাকি তাই ভাবছি !)

বিমূর্ত কোনো বেলাতো আর নেই,

ঘটনা ঘটছে সব প্রকাশ্যেই |

গণতন্ত্র নিয়েছে বিদায় দেশে,

স্বৈরাচার তাঁবেদার এসেছে মিলে মিশে |



ঊনসত্তরের আন্দোলন ছিল জানাবার,

স্বায়ত্ব শাসনের অধিকার |

দাবি ছিল নিজের ভোট নিজে দেবার,

নির্বাচনে নিজের প্রতিনিধি বাছবার |

সেই নির্বাচন নিয়ে কি ছেলে খেলা,

বিনা ভোটে সাংসদ নির্বাচনের মেলা !

বিনা ভোটে নির্বাচন নির্বাচন খেলা সরকার,

গণতন্ত্রের মোড়কে হয়েছে স্বৈরাচার |



একাত্তুরের যুদ্ধে যা ছিল অর্জন,

কত সহজে করেছি তার বর্জন !

গণতন্ত্র পেতে রক্তের বান ভাসি নয় মাস,

সেই গণতন্ত্রের করেছি কি সর্বনাশ !

লাখো শহীদ, বীরাঙ্গনা, বীরশ্রেষ্ঠের আত্মদান,

স্বাধীন দেশে আজ স্বৈরাচারের সন্ধিতে ম্লান |



র্যাব, পুলিশের গুন্, খুন, আর মিথ্যে মামলায়,

বাক ব্যক্তি স্বাধীনতা আজ দেশ ছেড়ে পালায় |

বাহান্নয় ভাষার দাবিতে আন্দলোন তবুও হয়েছিল সম্ভব,

স্বাধীন দেশে স্বৈরাচার কেড়েছে বাক ব্যক্তি স্বাধীনতার সব |



বিমূর্ত কোনো বেলাতো আর নেই,

ঘটনা ঘটছে সব প্রকাশ্যেই |



বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File