গণতন্ত্রের সংলাপ: আওয়ামী চশমা চোখে গণতন্ত্র আর স্বৈরাচার

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২১ মে, ২০১৭, ০৮:২৮:৪৯ রাত

কাঙ্খিতা: বলো, গণতন্ত্র আর স্বৈরাচার,

পার্থক্যটা জটিল নাকি পরিষ্কার?

স্বপ্নীল: সহজ বিষয়ের জটিল প্রশ্ন করলে,

দেখতে হবে কার লেন্স দিয়ে দেখলে |

যদি পর আওয়ামী চশমা চোখে, হাই পাওয়ার,

বেআইনি পুলিশি তল্লাশিও হবে গণতন্ত্রের হাতিয়ার!



কাঙ্খিতা: খালেদার কার্যালয়ে তল্লাশির প্রস্তুতি দিনভর,

প্রধানমন্ত্রী নাকি বিলকুল বেখবর !

স্বপ্নীল: ব্যক্তি স্বাধীনতা হয় হোক গুম বা খুন, রাষ্ট্রীয় প্রয়োজনে

আইনমন্ত্রী বলছেন, পুলিশ তল্লাশি হতে পারে যে কোনো খানে !



কাঙ্খিতা: এসো তবে আলোচনা করা যাক,

গণতন্ত্র আর স্বৈরাচারের ফারাক |

বাক ব্যক্তি স্বাধীনতা,

গণতন্ত্রের স্বার্থকতা |

স্বপ্নীল:ব্যক্তি স্বাধীনতার বিপর্যয়,

স্বৈরাচারের পরিচয় |



কাঙ্খিতা: বাক স্বাধীনতা গণতন্ত্রের গৌরব,

শাসনের প্রতিবাদ তার সৌরভ |

স্বপ্নীল:বাক স্বাধীনতার কারাগার,

শাসন হলে স্বৈরাচার |



কাঙ্খিতা: জন অংশগ্রহণ,

সুষ্ঠু নির্বাচন,

কার্যকর সংসদ, বিরোধী দল,

গণতন্ত্রে থাকবে উজ্জ্বল |

স্বপ্নীল:নির্বাচন হবে বিনা ভোটে,

হাতকাটা কালো কোটে

সংসদ চলবে মাসকে মাস আর,

বিরোধী দল গৃহপালিত, যাত্রার ভার |



কাঙ্খিতা: নির্বাহী, সংসদ আর বিচার বিভাগ,

থাকবে স্বাধীন, পেলে গণতন্ত্রের স্বাদ |

স্বপ্নীল: একক ক্ষমতা পাবে প্রধান নির্বাহী,

মুক্ত চিন্তার দিন যাবে ত্রাহি ত্রাহি |

র্যাব, পুলিশ হবে লাঠিয়াল,

হবে বিচার বিভাগ কোতোয়াল |

পুলিশ, বিচার বিভাগ করে হাতিয়ার,

বেআইনি তল্লাশি, জেল জুলুম বারবার |



কাঙ্খিতা: সুশাসনের তিনটি অঙ্গ,

স্বৈরাচারে হয় ছত্র ভঙ্গ |

কুশাসনের সাগরে স্বৈরাচারের দাড়,

টেনে চলছে দেশের শাসনভার |

স্বপ্নীল: তবুও কিছু সুশীল ব্যক্তি,

কিছু তাবেদার, দেখাতে ভক্তি

আওয়ামী চশমা পরে চলছেই,

স্বৈরাচারকে গণতন্ত্র বলছেই !

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File