পঁচিশে বৈশাখ জন্মদিনে রবিবাবুকে চিঠি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৮ মে, ২০১৭, ০৬:৫৮:২৫ সকাল

কবিবাবু রবিবাবু, কালের যাত্রায়,

আমার কথাগুলো কি শোনা যায়?

শতবর্ষ পরে আজ আপনার কবিতার পঙতিমালা,

অজস্র ভুলে ভরা,কবিতার স্বাদ পাওয়াই ঝামেলা |



বিখ্যাত কবি আপনি, নোবেল প্রাপ্ত,

কবিতার কারিগরি সবই রপ্ত |

তবুও কবির চোখে এতো ভুল দেখলেন?

নদী নিয়ে এতো ভুল কবিতা লিখলেন!

কবিতাতো নয় শুধু অন্তমিল, ছন্দের জাদুকরী,

কবিতায় কেন থাকবে শুধুই মিথ্যার ফুলঝুরি?

জোড়াসাঁকোর জমিদারিতে থেকে গদিনসীন,

মন হয়েছিলো কি শিলাইদহে উদাসীন?



"আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে

বৈশাখ মাসে তার হাটু জল থাকে" |

এটুকু লিখেই থাকলে চুপচাপ,

ভুল ত্রূটি কেমনে হবে মাপ?

এখন বৈশাখ দেশে বারো মাস,

নদীর গলায় ফারাক্কার ফাঁস |

"পার হয়ে যায় গোরু,পার হয় গাড়ি"

সত্যি, শুকনো নদীতে নেই শুধু নৌকার সারি!



ভুলে ভরা কারি কারি,

আপনার 'সোনার তরী' |

লিখেছেন তাতে "গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!"

আজ ভাটিয়ালি সুরে গান গেয়ে ভালোবেসে,

নদী পারে কেউতো আসেনা আর নৌকায় ভেসে !

আসে শুধু নির্মম ক্ষরা, করুন মৃত্যু বারে বারে |



পদ্মা মৃত, তিস্তার চুক্তি আজ স্বপ্নহারা,

জানিনা কতদিন বইবে তিস্তার স্রোতধারা?

কে জানে লিখেছেন নাকি সুরমা নিয়ে কোনো কবিতা,

হবে মিথ্যে,জানতেন যদি টিপাইমুখীর ভবিষ্যৎ ছবিটা !



রবিবাবু, দোহাই আর লিখবেন না কোনো বর্ষামঙ্গল,

নদী ও জলের কবিতা আপনার এখন পুরোই অচল |

পড়া হয়না নিশ্চই অনেক দিন কোনো সংবাদপত্র,

দেখেননি তাই, ভুল ভাল কবিতায় রয়ে গেছে কত্ত!



রূপনারানের কূলে বসে তবুও উপলব্দি করেছেন গূঢ় তত্ব,

ভুল ভ্রান্তির জাল ছিড়ে ফুটেছে কবিতায় কিছু নিদারুন সত্য|

"এতকাল নদী কূলে যাহা নিয়ে ছিনু ভুলে

সকলি দিলাম তুলে থরে বিথরে ...

শূন্য নদীর তীরে রহিনু পড়ি-

যাহা ছিল নিয়ে গেলো সোনার তরী |"

শতবর্ষ পরে আপনার কবিতা হয়েছে সত্য,বিশ্বকবি !

ভূমি,জল,যুদ্ধ জয়ী বীরশ্রেষ্ঠের গৌরব তারও সবই,

দিয়েছি পূজার নৈবদ্যে সোনার তরী ভরে ‘দেবতার’ |

তবুও বাঁকা চুক্তির সড়কে,

প্রতিরক্ষা চুক্তির মোড়কে,

“সোনার তরীতে” এসে দেবতার গ্রাস স্বাধীনতাও বুঝি আমার !

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File