আর কত ঘুমাবে মানুষ!!

লিখেছেন লিখেছেন Ruman ০৮ মে, ২০১৭, ০১:১৯:০২ দুপুর

এককেজি তাজা গরুর মাংসের দাম ৫০০ টাকা। দুই কেজির দাম হবে একহাজার টাকা।

ধর্ষণে ক্ষত-বিক্ষত হয়ে-অতঃপরে বিচার না পেয়ে মৃত্যুর কাছে ফিরে যাওয়া শিশু আয়েশার সম্ভ্রমের দাম বাংলাদেশ নামক ভূখন্ডে দুকেজি গরুর মাংসের সমান।

ধর্ষক ফারুক, ইউপি সদস্য আবুল হোসেনের মতো জানোয়ারেরা একহাজার টাকা দিয়েই আয়েশার সম্ভ্রমের দরপত্র তৈরী করেছিলেন।

ছোট আয়েশার গোপন অঙ্গ, অপ্রস্ফুটিত বুক, আর ঠোঁট মিলে তো এক ছটাক মাংসও হবেনা। আবুল হোসেন তো দাম বেশীই নির্ধারণ করেছেন। তাই-কোনো প্রতিবাদ নেই, মানব বন্ধন নেই, হেড লাইন নেই।

সব কিছুর উর্ধ্বে ওঠে বাপ-মেয়ে একসাথে আত্মহত্যা করে এখন চির শান্তিতে ঘুমিয়ে আছেন।

বাবা বিচার চাইতে গেল থানায়, ১০০০ টাকার পুলিশ কিনতে চাইলো ফাতেমার হারানো ইজ্জত!

আমি মনে করি রমজান আলী তার মেয়ে ফাতেমাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে ভালোই করেছে...

কারন যেই পুলিশের কাছে সে বিচার চাইতে গেছে সে পুলিশ-ই তার দুইদিন পর এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষন করেছে।

এটি দেখলে রমজান আলী হয়তো দুইবার আত্মহত্যা করতো। অবশ্য মেয়েটি এখনো আত্মহত্যা করেনি, ঢামেকে ভর্তি আছে।

রমজান আলী থানা থেকে গিয়েছিলো ক্ষমতাসীন দলের অফিসে বিচার চাইতে

কিন্তু সে হয়তো জানতো না, তার ঠিক ১ সপ্তাহ আগেই মুন্সীগঞ্জে এই ক্ষমতাশীল দলেরই এক মেম্বার VGF কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে ফাতেমার বয়সী আরেকটি বাচ্চাকে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিছানায় এখনো প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে শিশুটি। খবর নিয়ে দেখতে পারেন।

এটা জানতে পারলে হয়তো রমজান আলী আরো একবার সুইসাইড করতেন অতি দুঃখে...

রমজান আলী আজ ইতিহাস হবার পথে......

গত কয়েক দিনের অাগের কাহিনী তো বলাই হয়নি আপনাদের!!

রাজধানীর জুরাইনে ১১ বছরের একটি মেয়েকে স্কুল কক্ষে আটকে রেখে ৮ জন মিলে রাতভর ধর্ষন করেছে। মেয়েটির আত্মচিৎকার ৪ দেয়ালের বাইরে আসেনি ভালোই হয়েছে। বাইরে এলে রাষ্ট্র হয়তো তার সেই চিৎকার শুনেও হাততালি-ই দিতো।

আপনারা কি ওই কাহিনীও ভুলে গেছেন ???

বাসায় মা-মেয়েকে একা পেয়ে কিছু জানোয়ার বাসায় ঢুকে মা'কে বেঁধে রেখে ৭ বছরের ছোট্ট মেয়েটিকে ধর্ষন করেছিলো...

নিরুপায় মা বারবার চিৎকার করে বলেছিলো, 'বাবারা, ও ছোট, এক জন একজন করে যাও।'

কেউই শুনেনি মায়ের আর্তনাদ।

বিচার হয়নি... হয়েছে ইতিহাস...

আবার আরেক ঘটনায়, ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন করেছে দিনাজপুরের ৫ বছরের শিশু পূজাকে

সারারাত ধরে ২ টা জানোয়ার টানা ধর্ষন করে সকালে বাড়ির কাছে ফেলে রেখে গিয়েছিলো তাকে...

বিচার হয়নি, বাঁকিটা ইতিহাস......

আশেপাশে রেল লাইন থাকলে হয়তো পূজার বাবাও মেয়েকে নিয়ে সেদিন আত্মহত্যা করতো ভারাক্রন্ত মন নিয়ে...

ঘুমোও মানুষ, ঘুমোও দেশ, ঘুমাও মিডিয়া।

কোনো খেলায় অথবা ভোটে যদি আমরা জিতে যাই- তখন না হয় আবার মুখরিত হবো। তুমুল কোলাহলে তখন না হয় সবাই মিলে আবার একসাথে জেগে ওঠবো।

আর কত ঘুমাবে মানুষ !! ঘুম থেকে উঠে যেদিন দেখবে পরনে কাপড় নেই, সেদিন ঘুম ভাঙবে। সন্ত্রাসীদের পরিচয় তো সন্ত্রাস, কোন দল নয়। আমার প্রতিবাদ শয়তানদের বিপক্ষে, মানুষ নামক পশুর বিপক্ষে।

আর এসব মানসিক বিকৃতি মানুষের জন্য তীব্র ঘৃণা।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File