আজ রবি ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৮ মে, ২০১৭, ০৫:৫২:০২ বিকাল
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এক জীবনে অনন্ত জীবনের উৎস। হৃদয়নিষ্ঠ প্রেমিক। প্রবলভাবে ভালবেসেছিলেন চন্দ্রভরা আকাশ আর বিশ্বভরা প্রাণের পৃথিবীটাকে। তাইতো প্রাণের আবেগেই গানে গানে প্রকৃতির নিবিড় সৌন্দর্যের ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী। জন্ম তিথিতে কবিগুরুর সৃষ্ট প্রকৃতি পর্যায়ের গান দিকে তাকে স্মরণের এই আয়োজন।
আকাশে মেঘের আনাগোনা। এর পরেই ঝুম বৃষ্টি। ভেজে প্রকৃতি সাথে মানুষের মন। সংগীতে তখন উদ্বেলিত প্রাণ। নি:শব্দ উদার জ্যোতির্ময় বিনম্র আগমন শরতের। এ ঋতুতে রবির বাণী আর সুর নতুন রুপরহস্যের দিকে ধাবিত করে প্রতিটি বাঙালিকে।
হেমন্ত বিষণ্নতার ঋতু, তারপরও ধরিত্রীর অন্তরঙ্গ সহচরী। হেমন্তের দু:খঝরা দিনে রবীন্দ্রনাথের সুর আমরা খুঁজে ফিরি।
এসেছে শীত পাতাঝরা নির্জনে, শূন্যে বনে। এ ঋতুতে রবির গানের বাঁধনে বেদনাঘন আলাপন শ্রুত হয়।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো। বসন্তে যে এসেছে ধরায়। রবীন্দ্রনাথ ছাড়া ঋতুরাজ বসন্তও যেন অসম্পূর্ণ।
তীব্রতাপদাহ নিয়ে আসে গ্রীষ্ম। তবুও সকল জীর্ণতাকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখায় এ ঋতু।
বাঙালির জীবনে এমন দিন হয়তো আসবে, যখন ষড়ঋতুর বৈচিত্র্য খুঁজতে রবীন্দ্রনাথের কাছে ফিরে আসতে হবে।
প্রতিটির ঋতুর সমাগম ও অবসানের মিলন বিরহে, রবীন্দ্রনাথ বাঙালিকে আনন্দে আকুল ও বিরহে ব্যাকুল করে তোলেন। তাইতো, ২৫শে বৈশাখ বাঙালি একান্ত হৃদয়ের কাছে ফিরে আসার বর্ণাঢ্য আয়োজন।
বিষয়: বিবিধ
৭১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন