গণতন্ত্রের সংলাপ: হজরত আলী আর আয়েশার আত্মহত্যা ও আইনের শাসন
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ মে, ২০১৭, ০৮:৪৪:৫১ সকাল
স্বপ্নীল: মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই মিলে,
হররোজ করছে চিৎকার |
ডিজিটাল উন্নয়নের সরকার,
প্রতিষ্ঠা হয়েছে এবার তাই বলে |
কাঙ্খিতা: বলেছেতো সত্যি, ডিজিটাল কায়দায়,
এখন জাতীয় ব্যাংকের রিজার্ভ খোয়া যায়!
স্বপ্নীল: ডিজিটালের সে দাবি হয় যদিও সত্য,
সুশাসন, আইনি শাসন থেকে যায় ব্রাত্য |
কাঙ্খিতা: রাজধানীর অদূরে আইনি শাসন থেকে দূর,
হজরত আলীর বাস ছিল শ্রীপুর |
ছিল আয়েশা হজরত আলীর পালিতা কন্যা,
তারই যাতনায় বুঝি হৃদয়ে বয়েছিল শোকের বন্যা |
ধর্ষিতা ছোট মেয়েটা তার,
আইনের শাসনে পায়নি বিচার |
বিচার চেয়ে ঘুরে সরকার,পুলিশ, স্থানীয় প্রশাসন,
আত্মহত্যায় সান্তনা খুঁজেছে হজরত আলীর মন!
স্বপ্নীল: ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে হাত ধরে ছোট আয়েশার,
মৃত হজরত আলী চেয়েছে মেয়ের ধর্ষণের বিচার!
কাঙ্খিতা: দেশে আছে মন্ত্রী, প্রধানমন্ত্রী,সাংসদ,
পুলিশ,র্যাবসহ আছে শাসনের কত পদ!
তবুও জাতির গলায় পরিয়ে অপশাসনের কণ্টক হার,
আইনি শাসন প্রতিষ্ঠার মিথ্যে দাবি করছে সরকার!
স্বপ্নীল: সুপ্রিমকোর্টে খবরদারি নিয়েও সরকার করছে বাহাস,
জানিনা, সরকার আইনের শাসনকে করবে কত যে উপহাস!
বিষয়: বিবিধ
৮৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন