গণতন্ত্রের সংলাপ: আবার ফাটাকেষ্ট বচন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৩ মে, ২০১৭, ০৭:২২:৩৩ সন্ধ্যা

স্বপ্নিল: শুনেছ নাকি এবার ফাটাকেষ্টর বচন ?

কাঙ্খিতা: নাহঃ, বলেছে বুঝি সরকারে ধরেছে পচন !



স্বপ্নিল: অনেকটা তাই, তার বক্তব্য বুঝতে হলে তবে

রাজনীতির কিছু কথা মনে রাখতেই হবে |

কাঙ্খিতা: বলো, ফাটাকেষ্ট কি আবার বলেছে এমন,

যা বুঝতে করতে হবে রাজনীতির বিশ্লেষণ ?



স্বপ্নিল: ধরো, গণতন্ত্র যদি হয় ফুল,

নির্বাচন হলো তার মুল |

নির্বাচনী স্বচ্ছতা তার সৌরভ,

জনরায় তার গৌরব |



কাঙ্খিতা: নির্বাচনে কেউ জয়ী,কেউ হারবে,

সংঘাতহীন সরকার বদল হবে |

সমঝোতাই হবে শাসনের মূলমন্ত্র,

তাতেইতো পূর্ণ দেশ শাসনে গণতন্ত্র |



স্বপ্নিল: আমাদের সরকার,

দেবতার তাবেদার |

ভোটার শূন্য, জনরায়হীন,

নির্বাচনে ক্ষমতায় সমাসীন |

বাক ব্যক্তি স্বাধীনতার অধিকার,

কেড়ে গণশত্রূ হয়েছে সরকার |



কাঙ্খিতা: অবৈধ নির্বাচনে পেয়েছে ক্ষমতা,

জনগণ নয়, নিয়ে দেবতা |

নেই তাতে স্বচ্ছতার সৌরভ,

নেই তাতে জনরায়ের গৌরব |

গুম, খুন, ব্যংক লুটপাটের বহর,

নিয়ে কাটে দুঃশাসনের প্রহর|

গণতন্ত্রের আড়ালে স্বৈরাচার,

হয়েছে সমঝোতাহীন, জিঘাংসার |



স্বপ্নিল: আলামত দেখে, নির্বাচনী পরাজয়,

দুঃশাসনের সরকার পেয়েছে ভয় |

ফাটাকেষ্ট দেখেছে ভবিষ্যৎ পরিষ্কার,

দেশের মাটি আশ্রয় দেবেনা আর |

ভিটে ছেড়ে তাই,

রব পালাই পালাই |

দলীয় কর্মীদের নেতা হয়ে একদম আদর্শ,

দেশ ছেড়ে পালাবার দিয়েছেন পরামর্শ !



কাঙ্খিতা: কেষ্ট বাবু, দেশ বেঁচে হয়েছেন তাবেদার,

ক্ষমতা আঁকড়ে হয়েছেন নির্লজ্জ স্বৈরাচার |

ক্ষমতা পেয়েছেন নির্বাচনে ভোটারহীন,

তবুও খুশিতে নেচেছেন তাধিন তাধিন |

দেশে গণতন্ত্রের প্রতিটি অঙ্গ,

ক্ষমতা পেতে করেছেন ভঙ্গ |

সুষ্ঠু নির্বাচন ভিত্তি হলে ক্ষমতার,

জয় পরাজয়ে পালাবার হয়না দরকার !

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382869
০৩ মে ২০১৭ রাত ০৮:২৩
হতভাগা লিখেছেন : ফাটাকেষ্টকে যাত্রার বিবেকের রোল দেওয়া হয়েছে
০৫ মে ২০১৭ রাত ০১:২৪
316331
কাব্যগাথা লিখেছেন : হয়তো তাই| আবার মনে হয় মাঝে মাঝে মনের গভীরে লুকিয়ে থাকা সত্যিগুলো বেরিয়ে আসে নিজের অজান্তেই!এরা জানে,ক্ষমতায় থেকে যে অপশাসন,অত্যাচার এরা করছে তার ফলাফল কখনোই ভালো হবে না| ভবিষ্যৎই বলবে এদের ফলাফল কি হবে|কবিতা পড়া আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ |
০৬ মে ২০১৭ সকাল ১১:২২
316332
হতভাগা লিখেছেন : জলিল থেরাপীর কথা স্মরণ করুন।
০৬ মে ২০১৭ সন্ধ্যা ০৭:১৯
316338
কাব্যগাথা লিখেছেন : হুম!সত্যিই বলেছেন!
382925
০৮ মে ২০১৭ সকাল ১১:৪৩
তিতুমীর লিখেছেন : উনি শুধুমাত্র ফাটাকেষ্ট নন, ফটোকেষ্ট'ও বটে!
০৮ মে ২০১৭ দুপুর ০১:৫৩
316343
কাব্যগাথা লিখেছেন : একমত হলাম আপনার মন্তব্যের সাথে|মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File