হাওড়ের জলে মৃত্যু আর ইউরেনিয়াম উপাখ্যান

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৪ এপ্রিল, ২০১৭, ০২:৩৬:২৭ রাত

হাওর বাওড় শুকনো থাকলেও দেয় গালি,

হাওরে বন্যা এলো, তবুও দোষ খোঁজে খালি |

যত দোষ নন্দ ঘোষ,

কবে যে বলবে সরকার নির্দোষ!

ভাটির দেশে বন্যা প্লাবন,

বেছে হবে আষার,শ্রাবন?

মরেছে কিছু মাছ,আর পশু পাখি

তা নিয়ে কত কথা, কত বুজরুকি!

ইউরেনিয়াম থাকবে খনির অতলে,

তাও খুঁজে পায় দুর্জন হাওরের জলে!



শীতলক্ষ্যায় ডুবে ছিল সাতটি লাশ, হাতে হাতকড়া,

তবুও করেনি কেউ ইউরেনিয়াম পাবার মশকরা!

হাঁস-মাছ, পশু পাখিরই না হয় গিয়েছে প্রাণ,

মানুষের জীবনহানির নেই কোনোই প্রমান |

ডঃ দিলীপ সাহা, সদস্য,পারমাণবিক শক্তি কমিশন,

ভারত তাঁবেদার, করেছেন আওয়ামী বিশ্লেষণ !

ধান পচে অ্যামোনিয়া গ্যাসের বিষে হয়েছে এই বিপর্যয়,

জলজ প্রাণী মরবে তবে,পাখি কেন বলেননি সাহা মহাশয় !

বিনা পরীক্ষায় বলেছেন হাওরের পানি ইউরেনিয়াম মুক্ত,

তবুও কেন করবে সবাই দেবতাকে শুধুই ভুল অভিযুক্ত!



ষড়যন্তের নির্বাচনে বসিয়েছে ক্ষমতার প্রাসাদে,

ভোটারশূন্য নির্বাচনও ভরেছে দেবতা স্বীকৃতির প্রসাদে |

পশুর মৃত্যু,ফসল হানিতেই দেবতার বিরুদ্ধে কে করে যুদ্ধ ঘোষণা?

দেবতা না হয় মেরেছেই কলসির কানা, তাই বলে প্রেম দেবোনা !

বিষয়: বিবিধ

৭২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382784
২৪ এপ্রিল ২০১৭ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : ভারতের উপহার দেওয়া এই ইউরেনিয়াম দিয়ে ওখানে আরেকটা পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করা যেতে পারে ।

পানি চাইলাম , পাইলাম ইউরেনিয়াম > সেখান থেকে ইলেকট্রিসিটি !

হাসুবু দূরদর্শিতায় বাংলাদেশের যে কারও চেয়ে এগিয়ে।
২৪ এপ্রিল ২০১৭ রাত ০৯:২৭
316262
কাব্যগাথা লিখেছেন : ঠিক বলেছেন!আমি আরো একটু ভেবেছি|এই পানি থেকে যদি ইউরেনিয়ামগুলো কালেক্ট করা যায় তবেতো পারমাণবিক বোমাও বানিয়ে ফেলতে পারি আমরা কিম জন উনের মত ! দেখছেন না কেমন করে আমেরিকাকে হুমকি দিচ্ছে এই অস্রটা থাকার জন্য?আমাদেরতো আছেই ডঃ দিলীপ কুমার সাহা আর আণবিক কমিশন|তাই সরকার কেন যে দেরি করছে তাই বুঝতে পারছি না!
২৫ এপ্রিল ২০১৭ সকাল ১০:৫২
316263
হতভাগা লিখেছেন : এসব ইউরেনিয়ামকে জ্বালানী হিসেবে ব্যবহার করে বাংলাদেশ কিন্তু ট্রাই মারতে পারে জানুয়ারী ২০১৮ এর আগে চাঁদে গিয়ে ভারতকে টেক্কা দিতে । স্পার্সোও কিছু কাজ পাবে এতে বসে বসে ঘাস খাবার চেয়ে।
২৫ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:২৯
316266
কাব্যগাথা লিখেছেন : আপনার উদ্ভাবনী চিন্তায় ভাবনার খোরাক আছে ! ধন্যবাদ আগের ও এবারের মন্তব্যের জন্য একই সাথে অনেক অনেক |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File