প্রতিরক্ষা চুক্তির গোমর ফাঁস
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২০ এপ্রিল, ২০১৭, ১১:৪৫:২১ রাত
স্বপ্নীল : জানো, প্রতিরক্ষা চুক্তি নিয়ে কি লিখেছে টাইমস অফ ইন্ডিয়া?
একেবারে খুলে দিয়েছে সরকারের লুকোচুরির জাঙ্গিয়া |
কাঙ্খীতা: না দেখিনি, কোন অমঙ্গল এলো ছদ্মবেশে,
কার স্বপ্ন ভঙ্গ হলো আবার হতভাগ্য বাংলাদেশে ?
স্বপ্নীল : বিখ্যাত এই পত্রিকা বলেছে,
প্রতিরক্ষা চুক্তি হয়েছে |
এক মাসেই দুবার ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত,
চুক্তি তদারকিতে দেশে আসার পেয়েছেন দাওয়াত |
কাঙ্খীতা: আমাদের সেনা প্রধান চুক্তি তদারকিতে যাবেন কি ভারতে,
স্বপ্নীল : তাবেদার সরকারের সাঙ্গ পাঙ্গ কে ডাকে দাওয়াতে?
কাঙ্খীতা: প্রধানমন্ত্রী ও তাবেদার সঙ্গী বহর
লুকিয়েছে এই চুক্তির খবর !
স্বপ্নীল :প্রধানমন্ত্রী কি পেয়েছেন লজ্জ্বা ?
কাঙ্খীতা: তার বসনেতো তাঁবেদারির সজ্জা |
লজ্জ্বাহীন সরকারের কি আছে অর্জন?
স্বপ্নীল : নিন্দিত এক ভোটার বিহীন নির্বাচন |
কাঙ্খীতা: এ সরকার জনসমর্থন করে না আশা,
দেবতার তুষ্টিতেই দেখে ক্ষমতা টেকাবার ভরসা |
স্বপ্নীল : ক্ষমতা টেকাতে চাই দেবতার আশীর্বাদ,
প্রতিরক্ষা চুক্তিতে যতই হোক দেশ বরবাদ |
তবুও তা করতেই হবে দেশের স্বার্থ বিকিয়ে,
জনরোষ থেকে বাঁচতে রাখতে হবে লুকিয়ে|
কাঙ্খীতা: সরকারে জাতির জনকের কন্যা,
দেশে নাকি গণতান্ত্রিক শাসনের বন্যা !
সেই বন্যায় পানসি ভেসে আসে টোল নিতে দেবতা,
ক্ষমতা টেকাবার টোল দিতে যায় বুঝি দেশের স্বাধীনতা !
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন