গণতন্ত্রের সংলাপ: প্রধানমন্ত্রী-হেফাজত আলোচনা ও প্রগতিশীল ফিসফাস
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৭ এপ্রিল, ২০১৭, ১১:০৩:১৫ সকাল
স্বপ্নীল: দেশের প্রগতিশীল নেতারা সব লজ্জ্বায় করছে ফিসফাস,
যেন ফাঁস হয়েছে তাদের পরকীয়া, অবৈধ সহবাস!
কাঙ্খিতা: হিফাজত বরণ দিয়ে ফুল মালা,
কারো গায়ে ধরিয়েছে বুঝি জ্বালা |
মূর্তি অপসারণ,কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে সরকার,
প্রধানমন্ত্রী করেছেন যেন প্রগতিহীনতা ভীষণ লজ্জ্বার !
স্বপ্নীল: সরকার যেন নির্বাচনের মৌসুমভর,
ছিলোনা কখনো ইসলাম বিক্রির সওদাগর?
কাঙ্খিতা: হাতে তসবিহ, মাথায় হিজাব পরে, হজ্ব ফেরত,
কে যেন টিভি ক্যামেরায় করেছিল ভোট পাবার কসরত?
তেতুল হুজুর বলে করে ব্যঙ্গ,
আজ "ধন্য" পেয়ে তারই সঙ্গ !
স্বপ্নীল: এবার ভুল হয়ে গেছে সব প্রগতিশীল নেতাদের মস্ত!
কাঙ্খিতা: নির্বাচনে ইসলাম বিক্রিতে নেত্রী তাদের চরম সিদ্ধহস্ত |
বিষয়: বিবিধ
৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন