প্রধানমন্ত্রীর সফরনামা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১০ এপ্রিল, ২০১৭, ০৭:১১:৩২ সন্ধ্যা
ঢাক ঢোল বাজিয়ে সফরে ছিল মহা আয়োজন,
সফরে তিস্তা চুক্তি ছিল দেশের খুবই প্রয়োজন |
হলো সফরে অসংখ্য চুক্তি আর স্বারক স্বাক্ষর,
তিস্তা নিয়ে কোথাও কিছু নেই, নেই একটি অক্ষর |
সেনাবাহিনী নিয়ে চুক্তির দাবি ছিলোনা দেশের পক্ষে,
তাতেও দাদাদের হাত থেকে পাওয়াগেলো কি রক্ষে?
যে চুক্তি দাবি করেনি আমাদের সেনাবাহিনী দরকার,
সে চুক্তিতে কার স্বার্থ রক্ষা করলো তাবেদার সরকার?
জীবন মরণ সমস্যার তিস্তা চুক্তি ছিল দরকার,
সাফল্যে জ্বলজ্বল সফরেও সেই চুক্তি হয়না আর |
দরকার ছিলোনা একেবারেই সেনবাহিনী নিয়ে চুক্তি,
সে চুক্তিতেই প্রধানমন্ত্রী করলেন সফরের থলে ভর্তি |
যা দেবার তা নগদে দিতে হবে মরণ হলেও দেশের
যা পাবার তা বাকি থাকলে সমস্যাই বা কিসের !
নিজের চাওয়া পাওয়া অপূর্ণ তবুও গ্লানিহীন সরকার,
অন্যের চাওয়া পূরণ করেই বিশাল সাফল্য দাবি তার!
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১১ এর মত ১৭ তেও মমতা পিঠে ছুরি বসালো । আমরা এদেরকে মাত্রাতিরিক্ত কদর করি , খাতির যত্ন করি যেটার যোগ্য আসলে তারা কোনকালেই ছিল না ।
এই মাত্রাতিরিক্ত কদর করার ফলে ওরা আমাদেরকেই পাত্তা দেয় না । ওরা আমাদের দেশে আসলে শতপদের রান্না করি । ওরা খেয়ে দেয়ে বাক বাকুম খুশি হয়ে বলে,' মনে হয় নিজের বাড়িতে এসচি' ।
ভাল করে খেয়ে দেয়ে রাজ্যে ফিরে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে ।
আমরা ভুলে যাই যে কলিকাতা ভারতের একটা প্রদেশ আর আমরা পূর্ণ একটা দেশ যারা কিনা যুদ্ধ করে জিতে স্বাধীন হয়েছে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে । পৃথিবীতে খুব কমই এরকম উদাহরণ আছে । পৃথিবীতে একমাত্র বাংলাদেশের মানুষেরাই তাদের ভাষার জন্য রক্ত দিয়েছে , ভাষাকে সমুন্নত করেছে ।
কলিকাতার সে যোগ্যতা কোন কালে ছিল না , হবার মত চান্স নেই ।
প্রাকৃতিকভাবে নদীনালার জন্য বাংলাদেশ ভারতের কাছে ঠেকা । আর ছোট লোকের জাতেরা এটাকেই কাজে লাগাচ্ছে ।
মন্তব্য করতে লগইন করুন