গণতন্ত্রের সংলাপ: যা আছে, যা নেই

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ এপ্রিল, ২০১৭, ০৯:২৮:৩৭ রাত

কাঙ্খিতা: এতো কি লিখেছো পাতার পর পাতায়?

স্বপ্নীল: যা আছে,যা নেই তার লিস্ট করেছি খাতায় |

কাঙ্খিতা: বলো, কি লিস্ট করেছো শুনি,

কিছু পাবার আশায় ক্ষণ গুণী |

স্বপ্নীল:

আছে লুই কানের আর্কিটেকচার,

তাতে গড়া সংসদ, সাংসদ, স্পিকার |

আছে প্রধামনন্ত্রী, ফাটাকেষ্ট, ইনু, আবুল মাল,

হানিফ, হাসান মাহমুদ, নাসিম অতি বাঁচাল |

এদের নিয়ে গড়া আছে সংসদীয় ব্যবস্থা,

সব আছে দেশে কাহিল শুধু গণতন্ত্রের অবস্থা |



দেশে আছে স্যাটেলাইট টিভির বিজাতীয় সম্প্রচার,

বিরতিহীন নাঁচ গানে চেষ্টা বাংলা সংস্কৃতি ভোলাবার |

আছে সংবাদপত্র, তেলবাজ সাংবাদিকবৃন্দ তার,

সে দলে আছে সরকারি মোজা বাবু, গোলাম সরোয়ার |

আরো আছে মোল্লা আমজাদ হোসেন,শাবান মাহমুদ,

সত্য সাংবাদিকতা নেই আর, এরা তেলমর্দনেই বুদ্ | |



দেশে আছে সংসদ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,

তবুও খাবি খায় প্রতি পদে গণতন্ত্রিক রাজনীতি |

আছে ইসি, সিইসি, র্যাব, পুলিশ নির্বাচনের প্রয়োজন,

সাথে আছে নৌকা ভাসতে কেন্দ্র দখলের আয়োজন |

তবুও ইসি, সিইসি, সরকার করে দাবি সুষ্ঠু নির্বাচন,

সবই আছে ঠিকঠাক শুধু নেই গণতন্ত্রের পুনর্বাসন |



সীমান্ত আছে, নিহত জনগণ হাজারে হাজার,

নতশির কূটনীতি আছে শুধু ক্ষমতা টেকাবার |

আছে গণতন্ত্র হত্যাকারী অবৈধ তাবেদার সরকার,

আছে ভয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাধীনতা হারাবার |

র্যাব আছে,পুলিশ আছে, আধুনিক অস্রশস্র বেশুমার,

শুধু নেই সাহস, স্বাধীনতা রক্ষায় বুক চিতিয়ে দাঁড়াবার |

কাঙ্খিতা:

চৈতালি বিকেলে আবির রঙের আকাশ, হাওয়ায় উড়ে মেঘ তার,

চাইনা যা 'আছে', 'নেই' দিয়ে খুলে দাও মনের বন্ধ সব দ্বার |

স্বপ্নীল:

স্বৈরাচারে দমন নিপীড়নে স্তব্ধ যদিও খানিক্ষন,

তবুও দেখো কুমিল্লায় জেগেছে কেমন জনগণ?

যা 'আছে' তা ভুলে শপথ তাঁবেদারির সম্পর্ক করতে ছিন্ন,

দেবতার বুকে 'নেই' দিয়ে এঁকে দেব স্বাধীনতার প্রতিবাদী চিহ্ন |

বিষয়: বিবিধ

৮৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File