মিথ্যার নীলমণি হার
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৮ মার্চ, ২০১৭, ০৮:২৫:০৫ রাত
"দ্বার বন্ধ করে ভ্রমটারে রুখি,
সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি" |
এই সবই কবির লেখা পুরোনো দিনের কবিতা,
এখন বাংলাদেশে বদলে গেছে পুরোই ছবিটা |
ভ্রমটারে রুখতে কে চায় আর দরজা ভিড়িয়ে?
সত্য তবুও থাকে খোলা দরজার বাইরে দাঁড়িয়ে |
মঙ্গল সন্ধ্যার বাদ্য বাজে মিথ্যার আলোক সাজে,
সত্য ব্রাত্য, দরজার বাইরে রোদ বৃষ্টিতে ভিজে |
মিথ্যে এখন সংসদে, আদালতে, সরকারি কাজে,
দেশে সত্য বিতাড়িত, উচ্চারিত হয় মাঝে সাঝে |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার!
পড়েছে গলায় মিথ্যার নীলমণি হার |
প্রধানমন্ত্রীর সভা সমিতিতে, ভাষণে,
সত্য চুপচাপ মহা শাসনে |
চৌকষ আজ মন্ত্রী, সংসদ, নেতা তাবেদার,
মেটাতে প্রধানমন্ত্রীর সব মিথ্যা আবদার |
ইতিহাস আজ ঢেকেছে মিথ্যার আবরণে,
পিতৃপূজার সাড়ম্বর আয়োজনে |
ইতিহাসের পাতায় স্বাধীনতা আনা জনগণ নেই কোথাও,
কারারুদ্ধ বন্দি ভজনে স্বাধীনতার সব কারিগর উধাও |
দেবতার তুষ্টিতে প্রতিরক্ষা চুক্তি হবে স্বাধীনতা হরণ,
শাসনে ভাষণে মিথ্যার বেসাতি নেই কোনোই সত্য উচ্চারণ |
স্বাধীনতা দিবস আসে, স্বাধীনতা দিবস চলে যায়,
ব্যক্তি পূজার মিথ্যা ভজনে সত্য তবুও বন্দীই থাকে হায় !
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন