গণতন্ত্রের সংলাপ:বুর্জ খলিফার উচ্চতায় গড়বো ফারাক্কা বাঁধ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৩ মার্চ, ২০১৭, ০৭:২১:১৪ সকাল

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

কাঙ্খিতা:

বিশ্বকর্মার হাত দুটি যদি পাও,

কি বানাবে, কোন নির্মাণে চাও

বদলে দিতে ঢাকার হালচাল,

কিংবা স্তব্ধ করতে এই মহাকাল?

স্বপ্নীল:

নুন আন্তে পান্তা ফুরোয়, উপোষ মানুষ,

কি হবে উড়িয়ে দেশে স্থাপত্যের ফানুস?

কাঙ্খিতা:

সেকি, যদি সিস্টাইন চ্যাপেলের স্থাপত্য,

আকাশছোয়া পিরামিডের মতো সপ্তাশ্চর্য্য,

নাও বানাও, বুর্জ খলিফার মতো কোনো

বানাবে না দালান যা ছুঁবে মেঘ, মহাশূন্য?

স্বপ্নীল:

কি হবে মেঘ বা আকাশ ছুঁয়ে,

নিজ দেশে যদি থাকি মাথা নুয়ে?

কাঙ্খিতা:

তাজমহল বানাবে না জানি, সে ব্যাথা সই,

জানি, ও'দুচোখে আমিতো মমতাজ নই |

স্বপ্নীল:

যদি বলো লুকিয়ে বুকে কোন স্থাপত্যের স্বপ্ন স্বাধ ?

দেশে চাই গড়তে বুর্জ খলিফার উচ্চতার ফারাক্কা বাঁধ |

কাঙ্খিতা:

খুলে বলো শীঘ্রই দেখি সবই,

বদ্ধ ঘরে লুকিয়েছ কোন রহস্যের চাবি?

স্বপ্নীল:

মিথ্যের বন্যায় ভাসে আজ বাংলাদেশ

প্রধানমন্ত্রী, মন্ত্রী গায়ে পড়েছে মিথ্যের বেশ |

হাসান মাহমুদ, হানিফ ছিলই মিথ্যা নিয়ে,

ইনু, মেনন যোগ হয়েছে মন্ত্রিত্ব বাগিয়ে |

মিথ্যার বাদ্যযন্ত্র জোরদার বাজিয়ে সারাদিন,

আরো এসেছেন কেষ্ট কাদের আর নাসিম |

ক্ষমতার মসনদ ঠেকাতে তাবেদার সরকার,

মিথ্যার বেসাতি করে বিরতিহীন, বারবার |

সোনার বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে,

রক্ত ভেজা স্বাধীনতা দিয়েছেন বিকিয়ে |

তারপরও লাগে নাকি করা প্রতিরক্ষা চুক্তি !

এই মিথ্যার সুনামি থেকে পেতে মুক্তি ,

মন্ত্রী প্রধানমন্ত্রীর মুখে লাগামছাড়া,

অনর্গল বয়ে চলা মিথ্যার বন্যাধারা

রুখতে বুর্জ খলিফার উচ্চতায় এক ফারাক্কা বাঁধ,

গড়বো দেশে,পুষি সে আজন্ম লালিত স্বপ্ন স্বাধ |

বিষয়: বিবিধ

৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File