প্রধানমন্ত্রী, আপনার নৌকা নূহ নবীর নৌকা নয়

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ মার্চ, ২০১৭, ১১:১১:১৪ সকাল

প্রধানমন্ত্রী, আপনার নৌকা নূহ নবীর নৌকা নয় ,

কিছু কারণ আছে ভাবার, বললে রাগ করবেন না নিশ্চয় ?

নূহ নবীর নৌকায় সুর ছিল লা শরিক আল্লাহ,

তাওহীদে বুক ছিল ভরা তার মাঝি মাল্লা |

সে নৌকায় ছিল তাকওয়ায় ভরা সব যাত্রী,

আপনার নৌকায় আহা কি সব পাত্র পাত্রী !

সে নৌকার যাত্রী পাপহীন, ছিল তাদের পুন্য,

আপনার নৌকার যাত্রী সব ন্যায় নীতি শূন্য |

নৌকায় দরবেশ আছে লুটে নেওয়া শেয়ার বাজার,

আছে আপনার চৌকস সোনার ছেলে হাজার হাজার !

নৌকায় আছে আলেম ওলামার রক্ত ঝরানো বাহিনী,

আর আছে পুলিশ, র্যাবে ইসলাম ধ্বংসের কাহিনী |

আপনার নৌকায় আছে প্রগতিশীল সব বুদ হয়ে পৃথিবীর সুখ,

নৌকার আড়ালে লুকোনো দেখা যায় বুঝি সীমান্ত দেবতার মুখ |

নূহ নবীর নৌকায় মাঝি ছিল খোদা ভীরু, বিশ্বাসী ,

নির্বাচনে আপনার নৌকায় হাল ধরেছে দলবাজ ইসি |

নির্বাচনী সাগর পারি দিতে করেছেন কি বিচিত্র সমাহার !

সরকার, প্রশাসন, রংবাজ, দলবাজ মিলে মিশে একাকার |

গজে চড়া দূর্গা দেবীতে আপনি ভক্তি গদোগদো,

খুঁজলেন কই আর আল্লাহর শক্তি অপ্রতিহত ?

হিজাব পড়লেন, তসবিহ জপলেন,

ইসলাম বেচলেন, নির্বাচনে জিতলেন |

ইসলামে পেলেন না মুক্তি, জীবনের আনন্দ, ফুর্তি,

ইসলাম বেঁচে গড়তে হলো থেমিস দেবীর মূর্তি |

নূহ নবীর নৌকা যাত্রীর সাথে ছিল তাকওয়ার ভাড়া,

আপনার নৌকায় সঙ্গীরা নিয়েছে সবই, আল্লাহ রাসূল ছাড়া |

নূহ নবীর নৌকার যাত্রীর ছিল আল্লাহ ভক্তি,

আপনার নৌকা ভরা ইসলাম বিরোধী শক্তি |

নূহ নবীর নৌকা টিকেছিল ছয় মাস বর্ষণের সর্বগ্রাসী বন্যায়,

আপনার নৌকা ভাসবেতো নির্বাচনে, ফুটো ফাটা দেখা যায় ?



বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382256
১৫ মার্চ ২০১৭ সকাল ১১:৪৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ মার্চ ২০১৭ সকাল ০৮:৫৭
316013
কাব্যগাথা লিখেছেন : কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নেবেন |
382258
১৫ মার্চ ২০১৭ দুপুর ০১:৫০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার কবিতা অপূর্ব হয়েছে। মাশাআল্লাহ্‌।

শাণিত এ লিখার হাত অপ্রতিরোধ্য হোক এটাই প্রার্থনা।
১৬ মার্চ ২০১৭ সকাল ০৮:৫৮
316014
কাব্যগাথা লিখেছেন : কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নেবেন |
382266
১৫ মার্চ ২০১৭ রাত ০৯:১৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশের >৮৫% মানুষ হাসুবুর কথা মনে প্রাণে বিশ্বাস করে ও বুকে লালন করে।
১৬ মার্চ ২০১৭ সকাল ০৯:০৫
316015
কাব্যগাথা লিখেছেন : আপনার কথাটা হয়তো সত্যিই তার সমর্থকদের জন্য | কিন্তু তার কথাটা মিথ্যা | কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নেবেন |
382275
১৬ মার্চ ২০১৭ দুপুর ১২:০৭
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:২৯
316021
কাব্যগাথা লিখেছেন : কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নেবেন |
382280
১৬ মার্চ ২০১৭ দুপুর ০৩:৩৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১৬ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:২৯
316022
কাব্যগাথা লিখেছেন : কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নেবেন |
382353
২১ মার্চ ২০১৭ সকাল ১০:১৩
নাছির আলী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ মার্চ ২০১৭ সকাল ১০:১৭
316045
কাব্যগাথা লিখেছেন : কবিতা পড়ার আর মন্তব্যের জন্য আপনিও অনেক ধন্যবাদ নেবেন |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File