আমার প্রতিবাদের ফারাক্কা বাঁধ খুলে দিলাম উত্তাল তরঙ্গে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ মার্চ, ২০১৭, ১১:০৬:২১ রাত

অবিরল জলের ধারায় যে স্বপ্ন বাসর গড়া পদ্মা পাড়ে,

হাজার বছর ধরে পলি মাটির সবুজে, ধু ধু বালুর চরে

ফারাক্কা কেড়েছে সেই স্রোতধারা দুর্বার |

স্রোতহীন পদ্মার বুকে বয়ে যায় শুধুই হাহাকার |

মৌন সরকার স্বাধীনতা বিকায় সীমান্ত দেবতার নৈবদ্যে,

অবৈধ ক্ষমতালিপ্সায় প্রতিবাদহীন, পদ্মা হারায় নিঃশব্দে |

ডিজিটাল উন্নয়নে শুনেছি বছর ভর, হবে মুক্তি

আজ শুনি আবার হবে নাকি প্রতিরক্ষার দাসত্ব চুক্তি !

ভোটার শূন্য নির্বাচন,

ক্ষমতা রক্ষায় প্রয়োজন |

চাই আবার দেবতা আশীর্বাদ,

সুষ্ঠু নির্বাচন পুরোপুরি বাদ |

পূজায় সারা দিলে দেবতা,

কে থামায় পেতে ক্ষমতা |

পঁচিশ বছর মেয়াদি দাসখত,

দিতেই বা কেন হবে দ্বিমত?

আমার বাক স্বাধীনতার মুখে দেওয়া ফারাক্কা বাঁধ

খুলে দিলাম তাই প্রতিবাদের উত্তাল তরঙ্গে |

আঘাতে আঘাতে যদি ভাঙে

স্বৈরাচারের প্রাসাদ, ভাঙুক তবুও আজন্ম স্বপ্ন স্বাদ,

গণতন্ত্র আমার, থাকুক দেশের শহরে বন্দরে মাঠে প্রান্তরে,

আমার প্রতিবাদ প্রতিরোধে, স্বৈরাচার বিরোধী অন্তরে |

বিষয়: বিবিধ

৭৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382166
০৯ মার্চ ২০১৭ রাত ০৩:০৩
তবুওআশাবা্দী লিখেছেন : Nice!
382167
০৯ মার্চ ২০১৭ রাত ০৩:১৪
কাব্যগাথা লিখেছেন : তবুওআশাবা্দী:

ভিনদেশী নয়,কবিতা বাংলায় লিখেছি,
ইংরেজি মন্তব্যে তবুও খুশি হয়েছি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File