ওবায়দুল কাদেরের কিল ও ঘুষির কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৩:৩০:২৫ রাত

দলীয় নব্য এমপি ব্যাটা হয়েছে খুবই ত্যাদড় |

মাননীয় মন্ত্রীর ধার ভার কিছু বোঝেনা ,

মন্ত্রীর খানাপিনায় এমপি সময়মতো আসেনা |

নিতে তার পক্ষ, এমপিকে ক'টা চড় থাপ্পর,

দিয়েছেন মন্ত্রী সাথে কিল আর ঘুষি,

দেননি তাও খুব করে জোরসে ঠুসি |

সে নিয়েই সবার কি কান্ড কারবার,

খেয়ে দেয়ে যেন নেই কাজ আর!

সূত্র মতে মন্ত্রী দিয়েছেন এমপির মাথায় হাত বুলিয়ে,

গরু হারিয়ে জুতো পেয়ে এমপি আছেন বুক ফুলিয়ে |

মন্ত্রী হওয়া কি কম কথা!

সাথী হতে কিছুটা ব্যাথা

মন্ত্রিত্বের, কেউই কিছু পাবেনা?

বোকার হদ্দ সব, কিছুই বোঝেনা |

বিনা ভোটে পাওয়া এইতো উপহার,

দেশে ফাটা কেষ্ট নেতাদের সমাহার !

পাতি নেতার সামনে গর্জন,

নেত্রীর সামনে সব বর্জন |

আতি পাতি নেতার চড়িয়ে গাল

নেত্রীর সামনে সাক্ষাৎ মেনি বিড়াল |

ন্যায়, অন্যায়, মূল্যবোধ, কৃষ্টি,

কে মানে এতো সব অনাসৃষ্টি |

হায় বিধাতা, দিয়েছো এই কেষ্ট ব্যাটাদের ঘাড়ে

ক্ষমতা দেশের, জীবন মরণ সব হলো ঝরঝরে !

কাঁদো বাংলাদেশ কাঁদো, যতো চাও,

অবিরাম অশ্রুজলে শান্তি যদি পাও!

বিষয়: বিবিধ

৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File