স্বাগত নববর্ষ ২০১৭

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ জানুয়ারি, ২০১৭, ১০:৫৪:৩০ সকাল

ষোলোর উঠোন পেড়িয়ে এসেছো

দু'হাজার সতেরো -স্বাগত তোমায় নববর্ষ !

নিয়ন আলোয় ভরা বর্ণিল রাতে

হোটেলের দামি জমকালো পার্টিতে,

তরুণ তরুণীর উদ্দাম নাচে গানে

প্রেমিক প্রেমিকার গাঢ় আলিঙ্গনে,

এই লাল সবুজের মাটিতে এসেছ আবার,

স্বাগত তোমায় সব সময়, বার বার |

শুধু মিনতি জানাই এই শীতার্ত বেলায়,

দামি হোটেলের পার্টিতে অবহেলায়

আবদ্ধ করে আনন্দ উৎসব তোমার রেখোনা |

নাফ নদীর তীরেও মেলো তোমার সুখের পাখনা |

নিপীড়িত রোহিঙ্গার রক্ত লাল আরাকানে লুকিয়ে,

পারো কি সুখের একটু পরশ বুলাতে,দুঃখ চুকিয়ে?

নববর্ষ, ইচ্ছে করে খুব করে জানতে,

পারবে কি আলেপ্পোয় খুশি কিছু আনতে?

আয়লান কুর্দি আরো কত ভাসবে ভূমধ্য সাগরে ?

ওমরান দানিস্কও কি কাঁপবে আরো, ভয়ে বারে বারে?

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381093
০২ জানুয়ারি ২০১৭ সকাল ১০:৫২
তবুওআশাবা্দী লিখেছেন : ভালো লাগলো আপনার কবিতা |ধন্যবাদ নেবেন |
০২ জানুয়ারি ২০১৭ সকাল ১০:৫৫
315286
কাব্যগাথা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ|শুভ নববর্ষ|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File