প্রধানমন্ত্রী, দুর্গাপূজা আমার উৎসব না
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৮ অক্টোবর, ২০১৬, ০৮:৩৮:২৫ রাত
আরশের মালিক আল্লাহ ছাড়া নেই মাবুদ আর
মুহাম্মদ মোস্তফা মনোনীত শেষ রাসূল তার |
হেরার আঁধার আলো করে আল্লাহ পাঠালেন যে আল কোরান,
তাতেই আছে লেখা ইসলামের স্থায়ী চির দিনের বিধি বিধান |
সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত বলে ইসলাম করেছে উৎখাত,
জাহেলিয়াতের দেবদেবী মূর্তিপূজা ওজ্জা,হোবল আর লাত |
মূর্তি পূজার আজাব নির্ধারিত আছে কেয়ামতে,
যদি কেউ মাথা নত না করে আল্লাহর ইবাদতে |
কুরআনের আইন কানুন মেনেইতো অনুসারী
ইসলামের,কেমনে হই দূর্গাদেবীর পূজারী?
দূর্গাপূজায় যাবে সেই পূজারী,
যে দূর্গাদেবীর অনুসারী |
মাথায় হিজাব,হাতে তসবিহ মুখে আল্লাহ, আল্লাহ,
তবুও দুর্গাপূজা উৎসব মানেন, নাউযুবিল্লাহ |
শিরকের গুনাহ ঘৃণ্যতম আল্লাহর বিচারে,
সে গুনাহ হবেনা মাফ শেষ বিচারে হাশরে |
শিরকের গুনায় ডাকছেন প্রধানমন্ত্রী পূজার নিমন্ত্রনে,
আমি নই সে পথে সাথী আপনার শিরকের আহ্ববানে |
পূজার উৎসবে মাতুন দেবী বরণ আর বিসর্জনে,
প্রগতিশীলতার নৈবদ্যে সাজান দেবী আপন মনে |
তবুও এই পূজা নয় আমার উৎসব,
আল্লাহকে মেনেছি আমার নিরাকার রব |
আল্লাহকে খুঁজি রাসূলের শেখানো,দেখানো পথে,
আল্লাহকে খুজিনিতো কখনো দূর্গাপূজার উৎসবে |
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলমানদের এখানে কিছুই করা উচিত না - না আন্জাম না গ্যান্জাম ।
মন্তব্য করতে লগইন করুন