হাসান মাহমুদের বয়ানে বদরুলনামা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ অক্টোবর, ২০১৬, ০৬:৩২:৪০ সন্ধ্যা

রাজনীতির নূতন গোপাল ভার,

হাসান মাহমুদ নাম তার |

জানিনা কেমন তার চরিত্র ,

সে জননেত্রীর মুখপত্র |

সত্যকে পুরো ঢাকবার,

মিথ্যায় মুড়ে রাখবার

ক্ষমতা অসাধারণ তার,

অবাক করে বারবার |

তার কথায় হাসিতে পেটে খিল ,

তার সাথে গোয়েবলসের মিল |

হাসির এই গোপাল ভার

শুনিয়েছেন সেরা বচন

ধরেছে তার মাথায় পচন

তাই , ভাবছি বারবার |

তাদের প্রিয় বদরুল

এখন আর নেই ফুল,

হয়েছেন পথের কাঁটা

তাই হাতে নিয়ে ঝাঁটা

পথ করতে পরিষ্কার

মিথ্যার বেসাতি তার |

দল হয়েছে অভিযুক্ত

করতে হবে মুক্ত

নেত্রীর সুনাম গেছে জড়িয়ে

সবার দৃষ্টিপাত এড়িয়ে,

সুনাম হবে করতে মেরামত,

করতে হবে দূর নেত্রীর বিপদ |

লাগানো যাবে না কালী,

তাই মিথ্যার পাঁচালী |

গাইতে হবে যত,

নেত্রীর মন মতো |

মিথ্যার তাই ঝর্ণাধারা ,

বইছে মুখে বাধনহারা |

মুখে তুলে চামচামির বুদ্বুদ

বলেছেন সেই হাসান মাহমুদ,

ছাত্রলীগ করেনা বদরুল,

যে বলে তার সব ভুল |

দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধা!

কে বলেছে ?সব মিথ্যা |

দুই লক্ষ্ টাকার চিকিৎসা বিল !

সবার কষ্টেই নেত্রীর দরাজ দিল |

নেত্রীর সাথে ফটো, একই পোস্টার,

আছে কি নেত্রীর কিছু করবার?

গতন্ত্রের মানস কন্যা,

জনপ্রিয়তায় দেশে ধন্যা!

তাতে যদি আসে,

কিছু ময়লা ভেসে ,

গঙ্গাসম গায়ে ছড়ায়

কেন হবে নেত্রীর দায়?

হাসান মাহমুদ,যতই করুন অস্বীকার

এ আপনার দলের, নেত্রীর কলঙ্ক ভার |

বদরুল আজ ছাত্রলীগের জলছাপ |

এ.কলঙ্ক মুছে না, হয় না মাপ |

সোনার ছেলেরা হলো কি জানোয়ার ?

মানুষ নামে এদের যায়না ডাকা আর |

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378420
০৭ অক্টোবর ২০১৬ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হাসান মাহমুদ এর বেটা বদরুল ই হবে!
০৮ অক্টোবর ২০১৬ সকাল ০৫:১৭
313544
কাব্যগাথা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ:একমত|ধন্যবাদ মন্তব্যের জন্য |
378442
০৮ অক্টোবর ২০১৬ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : হাসান - হানিফ সাহেবদের এখন চলছে করুন হাল
মন্ত্রিত্ব বাগাতে করতে তাই এসব বোল চাল
০৮ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
313554
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:হ্যা,কোনো সন্দেহ নেই তাতে| অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File