বদরুলনামা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৬ অক্টোবর, ২০১৬, ১০:০২:৪২ সকাল

প্রিয় বদরুল,

না হয়ে কোনো ফুল,

হলেন কেন কাঁটা

কেন ভুল পথে হাটা ?

কোন সূর্য দেখলেন ?

চুনকালি মাখলেন,

মুখে প্রিয় নেত্রীর,

কালো যেন রাত্রির |

একটার বদলে দশটা লাশ

তাই বুঝি আবার মনে পড়লো?

একটা খুনের আঁশ,

মনে বাসা বাঁধলো ?

প্রিয় বদরুল,

নাম থেকে

কাম থেকে,

'বদ' ঠিক আছে |

নিখোঁজ শুধু 'রুল',

আমিই ভেবেছি মিছে |

নেত্রীর যত সব শিক্ষা,

যেপথ চলার দিয়েছে দীক্ষা |

প্রিয় বদরুল ,

তার সবই ভুল |

তাতে কুপাকুপি,খুনোখুনি,

চুরি ডাকাতি রাহাজানি |

ধর্ষণে সেঞ্চুরি,

টেন্ডারে পুকুরচুরি |

সেই চেতনা শুধু ডাকে,

পথ হারাবার বাঁকে |

তার শেষে আলো নেই, আঁধার

শুধু মৃত্যু, আর হাহাকার |

খুবই সরি বদরুল,

নেত্রীকে বুঝেছেন ভুল |

নেত্রীর চেতনা ,

আনে যন্ত্রনা |

ডাকে মৃত্যুর ইশারায় ,

ফাঁসির দড়িতে জড়ায় |

সরি বদরুল

করেছেন ভুল,

ছাত্রলীগ করে বিলকুল |

দিতেই হবে ভুলের মাশুল |

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378363
০৬ অক্টোবর ২০১৬ দুপুর ০২:১৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মেধাবী ছাত্রনেতা বদরুল আর হাঁটতে পারবেবা, শিবির কেড়ে নিলো তার স্বপ্ন...
২০১২ সালে ১৫ বা ১৬ জানুয়ারী এই খাদিজা আক্তার নার্গিসকে উক্তত্য করতে গিয়ে সিলেটের শহরতলীর জাঙ্গাইল এলাকায় শফিরউদ্দিন হাই-স্কুলের সামনে স্থানীয়রা থাকে গণধোলাই দেয়। তখনো তার পরিচয় ছাত্রলীগ তাই ঘটনার সাথে সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতারা রাস্তা অবরোধ করে বিচার চান, দোষ চাপান ছাত্রশিবিরের উপর। ঐদিন রাতেই ১২ জন জামায়াত ও শিবিরের নেতা গ্রেফতার করা হয়, রিমান্ডে নেয়া হয়। প্রতিটি মিডিয়া বদরুলের পক্ষে এক তরফা ভাবে শিবিরকেই দায়ী করে প্রতিবেদন প্রকাশ করে। আমরা ঐদিনও গলা ফাটিয়ে বলেছিলাম বদরুলকে শিবির মারেনি সে মার খেয়েছে ইভটিজিংয়ের জন্য তখনো আমাদের কেউ বিশ্বাস করেনি।
এক করুন মিউজকের সূরে বদরুলের রিপোর্ট হয়েছিল “বদরুল আর হাটতে পারবেনা, শিবির কেড়ে নিল তার স্বপ্ন”। সকল হলুদ মিডিয়া গুলোও প্রতিযোগিতা করে রিপোর্ট করেছিল কে কার চাইতে করুন ভাবে রিপোর্ট করবে। বাদ জায়নি জাফর ইকবাল তিনিও কলম ধরেছিলেন “মেধাবী বদরুলের আর হাটা হবে না“। সবাই মিলেই উৎসাহ ও প্রেরণা দিয়েছিলেন আজকের এক পাশবিক বদরুলকে, তা কি অস্বিকার করা সম্ভব?
সত্য ঠিকই প্রকাশ পেল আজকের থুথু চাটা মিডিয়া গুলোও তাদের নিজের মূখে বলছে ঐদিন বদরুল ইভটিডজংয়ের জন্য গণটিপুনি খেয়েছিল। সত্য এভাবেই প্রকাশ হয়, যদি আগে মিডিয়াগুলোা সত্য প্রকাশ করত তবে আজ এ ঘটনা ঘটত না, নার্গিসের এ অবস্থার জন্য কি মিডিয়া আর জাফর ইকবালেরা দায়ী নয়?
একনজরে দেখে নিন মিডিয়া আর জাফর ইকবালদের জন্য বদরুল কিকি পুরষ্কার পেয়েছিলঃ-
১. প্রায় দু বছর সে ১২-১৪ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন অতিথি ভবনে বিশ্ববিদ্যালয়ের খরছে থাকার সৌভাগ্য হয়েছিল
২. দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধা ‍উপাধীতে ভূষিত হওয়া
৩. ছাত্রলীগের জয়েন-সেক্রেটারীর পদ লাভ
৪. মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দুই বার ২ লক্ষ্য টাকা দিয়েছেন। তা কি অস্বীকার করতে পারবেন?
৫. তার চিকিৎসার সকল ব্যয়ভার শেখ হাসিনাই নিয়েছিলেন
নিরিহ জামায়াত ও শিবিরের ভাইদের যে হয়রানী করা হয়েছিল তা বাদই দিলাম।
তাদের মুখে থুথু দেই যারা দলকানার মতো ঐদিন শিবিরকে একতরফা ভাবে দোষারোপ করেছিল, বদরুলকে বাহবা দিয়ে মাথায় তুলেছিল। নার্গিসের উপড় হামলার জন্য বদরুল একা দায়ী নয় তারাও দায়ী যারা এই কুলাঙ্গার বদরুলকে তৈরী করেছে।
378374
০৬ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৩২
কাব্যগাথা লিখেছেন : দিল মোহাম্মদ মামুন:ঠিক বলেছেন বিলকুল/এতে নেই এতোটুকু ভুল |
378379
০৬ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
মনসুর আহামেদ লিখেছেন : Excellent brother

০৬ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
313521
কাব্যগাথা লিখেছেন : কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ |
378392
০৬ অক্টোবর ২০১৬ রাত ০৮:৪৩
আনিসুর রহমান লিখেছেন : The creminal must punished - PM Hasina
০৬ অক্টোবর ২০১৬ রাত ১১:১৬
313529
কাব্যগাথা লিখেছেন : seems like a face saving effort after viral social video. Somebody creates this monster over the years by not taking any initiative against these goons. These goons did whatever they wanted to do and received favor from the administration.These creators must be held accountable as Mr.Mamun mentioned earlier. I don't believe that without the social media video any initiative would have taken against this "sonar chele". Example:Tonu. Nothing happened. Thanks a lot though.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File