নেই কোনো দুঃখ সব্যসাঁচি কবির প্রয়ানে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১৬:৩৯ রাত

ঘন কালো মেঘে ঢাকা সজল পৃথিবী

যখন ভেসেছে বর্ষার অবিরাম বর্ষণে,

আকাশ, প্রশ্ন করবো কতদিন ভেবেছি

তুমি কাঁদছ কি বৃষ্টির দংশনে?

বাঁশ বনের ডাল পাতার ফাক গলে

যে বাতাস বয় উদাস সুর তুলে

ভেবেছি তার মর্মর শব্দে নিরন্তর,

কাঁদে কি বেদনায় বাঁশ বাগানের অন্তর?

দূর নীলিমায় একাকী উড়েছে যে উদাসী চিল,

তার ডানাতেও খুঁজেছি লুকানো কোনো বেদনার নীল |

বসন্তের বিদায় বেলায় ঝরা পাতার মর্মরে,

মন কেঁদেছে উথাল পাথাল শোকের সাগরে !

জানিনা কখনো কারো বিদায়ে, বিচ্ছেদ বা বিরহে,

হৃদয় কেন সজল হয় এতো শোকের প্রবাহে?

মুছে যাওয়া, লুকিয়ে থাকা দৃষ্টির দূর আড়ালে,

কিছু মুখ, কেন ভাসায় এখনো চোখের জলে !

নীল আকাশে আজ শরৎ মেঘের আনাগোনা,

দূর অজানায় চলছে মেঘ মেলে শুভ্র ডানা |

সেই সাথে সব্যসাঁচি কোন কবি যেন চলেছে প্রয়ানে,

তবুও নেই হৃদয় ব্যাথা, মন মেতেছে আনন্দ গানে |

ছাই পাশ তার গল্প কবিতায় বাংলাদেশের মুখ খুজিনি,

অশ্লীল শব্দ সম্ভার,অলঙ্কারে সাজানো লেখা তার ভালোওবাসিনি |

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378034
২৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৩২
বিবেক নাই লিখেছেন : শামসুল হক নামীয় সাহিত্যিকের শেষকৃত্য অনুষ্ঠানটি ইসলামী নিয়মানুযায়ী না হয়ে অসাম্প্রদায়িক বাঙালী পদ্ধতিতে হওয়াই বাঞ্ছনীয় নয় কি?
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:০৭
313347
কাব্যগাথা লিখেছেন : ঠিকই বলেছেন|সেটা হলে প্রতিবাদ করার সুযোগ মন হয় খুব থাকতো না|মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ|
378038
২৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:১৭
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:০৮
313348
কাব্যগাথা লিখেছেন : মোঃ ওহিদুল ইসলাম:অনেক ধন্যবাদ|
378045
২৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৪৪
হতভাগা লিখেছেন : উনাকে সব্যসাচী লেখক বলা হয় । সব্যসাচী মানে যার উভয় হাতই চলে। উনি কি উভয় হাতেই লিখতে পারতেন ?
২৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৪
313343
নূর আল আমিন লিখেছেন : হতভাগা ভাই/ দুইহাতেই উনি স্তনকাব্য রচনা করিতেন
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:১১
313349
কাব্যগাথা লিখেছেন : হতভাগা: বলা হয় উনি সব ধরণের লেখাই -গল্প,কবিতা,উপন্যাস,নাটক,গান সবই লিখতে পারতেন|
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২৮
313351
কাব্যগাথা লিখেছেন : নূর আল আমিন:আপনার মন্তব্য পড়ে কবিতার শেষে কিছু পরিবর্তন করে দিলাম|ধন্যবাদ মন্তব্যের জন্য|
378068
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:১৬
কাব্যগাথা লিখেছেন : নূর আল আমিন:আপনার মন্তব্য পড়ে কবিতার শেষে কিছু পরিবর্তন করে দিলাম|ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File