তেলবাজ সাংবাদিকবৃন্দ সমাচার

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩০ আগস্ট, ২০১৬, ০৮:৫৯:০৮ রাত

সাংবাদিক, সম্পাদক হবে কেউ জ্ঞানী গুণী,

বহুদিন ধরে এটাইতো ধারা, সেইতো জানি |

সেদিন নেই আজ সাংবাদিকতা করে হাহাকার,

সাংবাদিকতা আছে নিয়ে বেদনা সব হারাবার |

মানিক মিয়া,জহুর হোসেন চৌধুরী আজ নেই আর,

হায়, এখন প্রধান সম্পাদক হয় গোলাম সরোয়ার !

মোল্লা আমজাদ হোসেন,শাবান মাহমুদ

অপসাংবাদিকতা আর তেলমর্দনেই বুদ্ |

মোজা বাবু, মনজুরুল আহসান বুলবুল ,

হলে সম্পাদক, সাংবাদিকতা পেশাই ভুল |

পেশাদারিত্ব, সাংবাদিকতার মাথা নুইয়ে,

প্রধানমন্ত্রীর তেলমর্দনের নহর বইয়ে

জোটে যদি বেশি কিছু নগদ নারায়ণ,

তেলবাজিতে কে করে আর সময় ক্ষেপন |

সুন্দরবন হবে ধ্বংস যতই বলুক প্রতিপক্ষ,

সরকারের তেলবাজিই তবুও এদের লক্ষ্য |

রাতের আঁধারে নগদ টাকায় দেহ বিকোয় যৌনকর্মী ,

বিকিকিনির সাংবাদিকতায় এরা আজ বেশ্যার সমধর্মী |

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376970
৩০ আগস্ট ২০১৬ রাত ০৯:৪০
হতভাগা লিখেছেন : সম্পাদক আর সাংবাদিক

এখন অনেক সাংঘাতিক
০১ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৪৪
312551
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:অনেক ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য|আপনার মন্তব্যের সাথে একমত না হয়ে উপায় নেই|
376976
৩১ আগস্ট ২০১৬ সকাল ০৯:২৭
কাব্যগাথা লিখেছেন : অনেক ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য|আপনার মন্তব্যের সাথে একমত না হয়ে উপায় নেই|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File