ওয়ালাইকুমুস সালাম, শেখ মুজিবর রহমান

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ আগস্ট, ২০১৬, ০৭:১৯:২৮ সন্ধ্যা

পিতাতো একটা বায়োলজিকাল ধারণা

জাতির পিতা কেন থাকতে হবে, বুঝি না |

তবুও আপনার বজ্রকণ্ঠ ভাষণ, নেতৃত্ব

কেড়ে ছিল জাতির রাজনৈতিক পিতৃত্ব |

পঁচিশে মার্চের কালো রাতের নৃশংস হামলা

আপনার পিতৃত্বের বিরুদ্ধেই জাতির মামলা |

স্বাধীনতার দাম চুকাতে দেশ যখন মৃত্যুর শরশয্যায়

জাতি নেতৃত্বহীন নেতা স্বেচ্ছাবন্দি, মরি কি লজ্জ্বায় !

মৃত্যুর মুখোমুখি কোটি সন্তান বীরের মতো লড়ে যায়

আত্মসমর্পিত জাতির পিতা, পরিবার থাকে রাষ্ট্রীয় পাহারায় !

নয় মাস যুদ্ধ তারপর বাংলার মাঠে, ঘাটে, আকাশ, নদী ও স্থলে,

এলো স্বাধীনতা সব হারানোর কত বেদনায়,ভেসে অশ্রু জলে |

একাত্তরের শিমুল ফোটা বাংলার শ্যামলে প্রান্তরে

বাস্তু হারানো কোটি মানুষের দীর্ঘশ্বাসে, সজল দেশান্তরে,

স্বাধীন দেশে গণতন্ত্রের নতুন আশ্বাসে

একাত্তরের যুদ্ধে লড়া জাতির বিশ্বাসে ,

কোথাও নেই তুমি হায় জাতির পিতা, নেই তোমার নেতৃত্ব,

আত্মসমর্পনের গ্লানিতে বিস্মৃত তাই তোমার জাতির পিতৃত্ব |

জাতির পিতার মিছে বিতর্কে পয়তাল্লিশ বছর সময় হয়েছে পার,

যুদ্ধে পাওয়া দেশে চাইনা আমি স্বেচ্ছা বন্দি জাতির পিতা আর |

জানাই তোমায় ওয়ালাইকুমুস সালাম, শেখ মুজিবর রহমান ,

জাতির পিতার নেই প্রয়োজন, লক্ষ শহীদ স্বাধীনতা যুদ্ধে দিলে প্রাণ |

বিষয়: বিবিধ

১৫১৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376249
১৪ আগস্ট ২০১৬ রাত ০৮:০৭
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ আগস্ট ২০১৬ রাত ০৮:৫৩
311973
কাব্যগাথা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য |
১৫ আগস্ট ২০১৬ সকাল ০৯:৫৮
311997
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا لك يا أخي الكريم Good Luck Good Luck
১৫ আগস্ট ২০১৬ সকাল ১০:১২
312005
কাব্যগাথা লিখেছেন : جزاك الله خير
376261
১৪ আগস্ট ২০১৬ রাত ১০:২০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কবিতা মজার বাট সরকার হবেন বেজার
হলেও হয়ে যেতে পারে আপনার মাজার। পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
১৪ আগস্ট ২০১৬ রাত ১১:২১
311976
কাব্যগাথা লিখেছেন : অনেক ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য |
376283
১৫ আগস্ট ২০১৬ সকাল ০৭:৩৬
হতভাগা লিখেছেন : শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রহঃ)!!
১৫ আগস্ট ২০১৬ সকাল ১০:০২
312000
কাব্যগাথা লিখেছেন : হাঃ হাঃ হাঃ|অনেক ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File